দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে প্রয়াত স্বামীকে স্মরণ করে আবেগে ভাসলেন নীতু কাপুর৷ একই দিনে শ্বশুরমশাইয়ের সঙ্গে ছবি শেয়ার করলেন নতুন বউমা আলিয়া৷ পুরনো সাদা-কালো সেই ছবিতে রয়েছে ঋষি কাপুর, নীতু কাপুর, রণবীর এবং আলিয়া৷ এই ছবি চিরকালীন৷ এমনটাই লিখেছেন আলিয়া৷ দু'বছর আগে এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঋষি কাপুর ৷ তাই বিয়ের মরসুম মিটতেই কোথাও যেন ফিরে এসেছে সেই দুঃখের স্মৃতি৷
আরও পড়ুন : কলিরে-উচ্ছ্বাস থেকে রহস্যময় উত্তর! করিশ্মা কি আবার সাতপাকে বাঁধা পড়বেন?
সাত পাকে বাঁধা পড়েছেন রণবীর-আলিয়া৷ বিয়ের সাজে নবদম্পতির দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না৷ আপাতত রণবীর আর আলিয়া দু'জনেই আছেন দেশের দুই প্রান্তে। ‘রকি অউর রানি’র শ্যুটে আলিয়া রাজস্থানে আর রণবীর কাপুর হিমাচলে ‘অ্যানিমাল’-এর শ্যুটে৷
আপাতত আলিয়া ভাট আর রণবীর কাপুরের বিয়ে দেশের বিনোদন জগতের সবচেয়ে বড় খবর। টানা প্রায় পাঁচ বছর ডেটের পরে সাত পাকে বাঁধা পড়লেন ব্রহ্মাস্ত্রের সহ-অভিনেতা রণবীর কাপুর এবং আলিয়া ভাট! শুধু বলিউড নয়, গোটা দেশের নজর ছিল এই বিয়ের দিকেই। মুম্বইয়ের পালি পাহাড়ে রণবীর কাপুরের বাসভবন বাস্তুতে বিবাহের উৎসব অনুষ্ঠিত হয়। করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, করণ জোহর, মহেশ ভাট, অয়ন মুখোপাধ্যায়, সইফ আলি খান এবং অন্যান্য ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন৷
আরও পড়ুন : অভিষেকের জন্মদিনে তাঁকে যত্নবান স্বামী ও সন্তানের বাবা হয়েই থাকতে বললেন স্ত্রীপ্রথম থেকেই শ্বশুরবাড়িকে আপন করে নিয়েছেন আলিয়া৷ তাঁকে প্রশ্ন করা হয়, আলিয়া কেমন? ছেলের বউ হিসেবে কতটা যোগ্য? নীতু জানান, আলিয়া ভীষণ কিউট, মিষ্টি একটা মেয়ে। এই পৃথিবীর সব থেকে ভাল মেয়ে। সেই সঙ্গে গলা মেলান রণবীরের দিদিও। বলেন, আলিয়ার মতো মিষ্টি মেয়ে হয় না। ও তো একটা ছোট্ট পুতুলের মতো মিষ্টি মেয়ে।
ঋষি কাপুরের মৃত্যুর পর ফের নিজের কাজ শুরু করেছেন নীতু কাপুর।একাকিত্ব কাটাতেই কাজে ফিরেছেন নীতু। একটি রিয়ালিটি শোয়ের বিচারকের আসনে রয়েছেন তিনি৷ কাজে ব্যস্ত আলিয়াও৷ কিন্তু ভোলেননি এই 'বাবা'কে৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhat, Rishi Kapoor