মিশার আনা অভিযোগ মিথ্যে বলে দাবি আলি জাফরের! জানালেন, আইনের দ্বারস্থ হবেন

Last Updated:
মুম্বই: বৃহস্পতিবার জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা-গায়ক আলি জাফর-এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন অভিনেত্রী মিসা শাফি। তিনি জানন, '' শীঘ্রই জাফরের বিরুদ্ধে  আইনি পদক্ষেপ নিতে চলেছেন ৷''
গত দু'দিন চুপ করে থাকলেও, এবার মুখ খুললেন আলি। সম্পূর্ণ অস্বীকার করলেন মিসার করা অভিযোগ । তিনি টুইট করেন, '' গ্লোবাল মি টু মুভমেন্টকে সম্পূর্ণ ভাবে সমর্থন করি। আমি নিজে একজন মেয়ে ও ছেলের বাবা, একজনের স্বামী ও একজন মায়ের সন্তান। চুপ করে থাকাটা কোন বিকল্প নয়, সেটা আমিও বুঝি।''
advertisement
'তেরে বিন লাদেন' স্টার আরও লেখেন,
advertisement
আমার বিরুদ্ধে মিসা শাফি যে-সমস্ত অভিযোগ এনেছেন, আমি সেগুলো অস্বীকার করছি। সোশাল মিডিয়ায় ব্যাক্তিগত বিষয় নিয়ে আলোচনা না করে, আমি আইনের দ্বারস্থ হব। প্রফেশনালি এবং সিরিয়াসলি এই মিথ্যে অভিযোগের মোকাবিলা করব। আমি সত্যে বিশ্বাস করি।
advertisement
#Mee Too মুভমেন্টে সাড়া দিয়ে,  ১৯ এপ্রিল মিশা টুইট করেছিলেন-
একজন নারী, একজন সেলিব্রিটি ও একজন সন্তানের মা হওয়ায় আমি বরাবরই অন্যায়ের প্রতিবাদ করি ৷ আমি নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে চাই ৷ এগিয়ে যেতে চাই নিজের লক্ষ্যে ৷ কিন্তু আজকে একটা ঘটনা সবার সামনে আনতে চাই....! আমি বার বার যৌন নিগ্রহের শিকার হয়েছি ৷ তাও আমার কর্মজগতে ৷ আমার সহকর্মী, জনপ্রিয় গায়ক ও অভিনেতা আলি জাফর আমায় বহুবার যৌন হেনস্থা করেছেন৷ যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছিলাম, তখন নয়, বরং যখন জনপ্রিয় হই, তখনই আমার ওপর কু-নজর দিয়েছিলেন আলি জাফর ৷ এই ঘটনা আমাকে নাড়া দিয়ে গিয়েছে ৷ পরিবারের কথা ভেবে এতদিন চুপ করেছিলাম। কিন্তু, আর নয় ! সবাইকে জানাতে চাই আলি জাফরের সুন্দর মুখের পিছনের ভয়ঙ্কর চেহারাটা !
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মিশার আনা অভিযোগ মিথ্যে বলে দাবি আলি জাফরের! জানালেন, আইনের দ্বারস্থ হবেন
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement