আমার শ্লীলতাহানি করেছে আলি জাফর ! বিস্ফোরক ট্যুইট অভিনেত্রী মিসার

Last Updated:

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যৌন নিগ্রহের প্রতিবাদে ‘মি টু’ ক্যাম্পেন নিয়ে সচ্চার হয়েছিল গোটা দুনিয়া ৷

#করাচি: সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যৌন নিগ্রহের প্রতিবাদে ‘মি টু’ ক্যাম্পেন নিয়ে সচ্চার হয়েছিল গোটা দুনিয়া ৷ আর এবার সেই ক্যাম্পেনই গিয়ে পৌঁছল পাকিস্তানে ৷ পাকিস্তানি অভিনেত্রী মিসা শাফি যৌন নিগ্রহের অভিযোগ আনলেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আলি জাফরের বিরুদ্ধে ৷ ট্যুইটারে মিসা লিখলেন, জাফরের বিরুদ্ধে তিনি শীঘ্রই আইনি পদক্ষেপ নিতে চলেছেন ৷ সঙ্গে ট্যুইটারে গোটা ঘটনার বিবরণও দিলেন ৷
advertisement
advertisement
ট্যুইটে পোস্ট করে মিসা লিখলেন, ‘একজন নারী, একজন সেলিব্রিটি ও একজন সন্তানের মা হওয়ায় ৷ আমি বরাবরই অন্যায়ের প্রতিবাদ করি ৷ যাতে আমার প্রতিবাদে সাড়া দেয় নতুন প্রজন্ম ৷ আমি নিজের স্বপ্ন নিয়ে বাঁচতে চাই ৷ নিজের লক্ষ্যে এগিয়ে যেতে চাই ৷ কিন্তু আজকে এক ঘটনা সামনে আনতে চাই....’   মিসা তাঁর পোস্টে লিখলেন আরও, ‘আমি বার বার যৌন নিগ্রহের শিকার হয়েছি ৷ তাও আমার কর্মজগতে ৷ আমার সহকর্মী, জনপ্রিয় গায়ক ও অভিনেতা আলি জাফরের হাতে বহুবার যৌন নিগ্রহের শিকার হয়েছি ৷ ইন্ডাস্ট্রিতে নতুন যখন ছিলাম তখন নয়, বরং যখন আমি জনপ্রিয়, তখনই আমার ওপর কু-নজর দিয়েছিল আলি জাফর ৷ এই ঘটনা আমাকে নাড়া দিয়ে গিয়েছে ৷ কিন্তু আমি চুপ ছিলাম আমার পরিবারের কথা ভেবে ৷ আর নয় ৷ সবাইকে জানাতে চাই আলি জাফরের সুন্দর মুখের পিছনের ভয়ঙ্কর চেহারাটা !’
advertisement
তবে মিসার ট্যুইটের কথা জানতে পেরেই গোটা ঘটনাকে ভ্রান্ত বলে ট্যুইটারে পোস্ট করেছেন আলি জাফর ৷ ট্যুইটে আলি লিখেছেন, ‘আমার বিরুদ্ধে আনা মিসার সমস্ত অভিযোগ মিথ্যে ৷ আমিও দুই মেয়ে ও এক ছেলের বাবা...এরকম মিথ্যে অভিযোগ আমার পরিবারের ওপর প্রভাব ফেলতে পারে ৷ আমি আইনি পথেই এর সমাধানে যাব ৷ ’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার শ্লীলতাহানি করেছে আলি জাফর ! বিস্ফোরক ট্যুইট অভিনেত্রী মিসার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement