শাহরুখ আমার জীবন নষ্ট করেছে ! ইনস্টাগ্রামে বাঙালি মহিলার বিস্ফোরক পোস্ট

Last Updated:

এমনকী করলেন শাহরুখ যে তাঁর জন্য এক মহিলার জীবন হল নষ্ট ! আর এতদিন চুপ করে থাকার পর মহিলা আর না পেরে করে দিলেন ট্যুইট !

#মুম্বই: এমনকী করলেন শাহরুখ যে তাঁর জন্য এক মহিলার জীবন হল নষ্ট ! আর এতদিন চুপ করে থাকার পর মহিলা আর না পেরে করে দিলেন ট্যুইট !
কাণ্ডটা ঘটিয়েছেন মুম্বইয়ের এক বাঙালি কন্যা ৷ ট্যুইটারে দাবি করেছেন শাহরুখই নাকি তাঁর জীবনকে নষ্ট করে তুলেছে ৷ মুম্বইয়ের এই মহিলা পোস্ট করার পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ঝড় বইছে ৷ হঠাৎ শাহরুখ এমন কেন করলেন মহিলার সঙ্গে৷
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ বলিউডে রোম্যান্স কিং নামেই জনপ্রিয় শাহরুখ খান ৷ ‘হ্যারি মেট সেজল’-এর শ্যুটিংয়ের সময় অনুষ্কা শর্মা একবার বলেছিলেন, শাহরুখ এমনই এক রোমান্টিক মানুষ, যে গাছের সঙ্গেও প্রেম করতে পারেন ৷
advertisement
advertisement
মহিলার এই অভিযোগ শাহরুখের প্রেমকে নিয়েই! আর শাহরুখের এই প্রেমিক ইমেজকেই দোষ দিচ্ছেন মুম্বইয়ে মহিলা ৷ তা পোস্টে কী লিখলেন তিনি ?
মহিলা লিখেছেন,
‘শাহরুখ আমার জীবনকে একেবারে নষ্ট করে দিয়েছে ৷ ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম ৷ আমার প্রেমিক আমাকে সঠিকভাবে প্রোপোজ করবে ৷ সে ফুলের মধ্যে দিয়ে হেঁটে আসবে ৷ বেজে উঠবে ভায়োলিন ৷ আমার খোলা চুল উড়বে হাওয়ায় ৷ আমার প্রেমিক আমার সামনে হাঁটু গেরে বসে আমাকে প্রেম নিবেদন করবে ! কিন্তু আমার জীবনে সেরকম ঘটল না ৷ এমনকী, আমি চেষ্টা করেছিলাম এক পঞ্জাবী ছেলে, যার সঙ্গে আমি তিন বছর সম্পর্কে ছিলাম, তাকে বিয়ে করার জন্য আমার বাঙালি পরিবারকে রাজি করাতে চেয়েছিলাম ৷ কিন্তু সেরকম ঝামেলাই হয়নি ৷ উল্টে আমরা জানতাম আমাদের বিয়ে হবেই ৷ তাই কোনও সারপ্রাইজ ঘটেনি আমার জীবনে৷ আমার জীবনে সত্যিই কোনও ফিল্মি মোমেন্ট নেই ৷ শেষমেশ আমি নিজেই সারপ্রাইজ পার্টির প্ল্যান করলাম ৷ নিজেই তৈরি করলাম ফিল্মি মোমেন্ট ! আর আমার স্বামী বলল, ভগবানের কাছে প্রার্থনা করি, আমাদের সন্তানেরা যেন ফিল্মি না হয় !’
advertisement
insta
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখ আমার জীবন নষ্ট করেছে ! ইনস্টাগ্রামে বাঙালি মহিলার বিস্ফোরক পোস্ট
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement