শাহরুখ আমার জীবন নষ্ট করেছে ! ইনস্টাগ্রামে বাঙালি মহিলার বিস্ফোরক পোস্ট
Last Updated:
এমনকী করলেন শাহরুখ যে তাঁর জন্য এক মহিলার জীবন হল নষ্ট ! আর এতদিন চুপ করে থাকার পর মহিলা আর না পেরে করে দিলেন ট্যুইট !
#মুম্বই: এমনকী করলেন শাহরুখ যে তাঁর জন্য এক মহিলার জীবন হল নষ্ট ! আর এতদিন চুপ করে থাকার পর মহিলা আর না পেরে করে দিলেন ট্যুইট !
কাণ্ডটা ঘটিয়েছেন মুম্বইয়ের এক বাঙালি কন্যা ৷ ট্যুইটারে দাবি করেছেন শাহরুখই নাকি তাঁর জীবনকে নষ্ট করে তুলেছে ৷ মুম্বইয়ের এই মহিলা পোস্ট করার পর থেকেই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ঝড় বইছে ৷ হঠাৎ শাহরুখ এমন কেন করলেন মহিলার সঙ্গে৷
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷ বলিউডে রোম্যান্স কিং নামেই জনপ্রিয় শাহরুখ খান ৷ ‘হ্যারি মেট সেজল’-এর শ্যুটিংয়ের সময় অনুষ্কা শর্মা একবার বলেছিলেন, শাহরুখ এমনই এক রোমান্টিক মানুষ, যে গাছের সঙ্গেও প্রেম করতে পারেন ৷
advertisement
advertisement
মহিলার এই অভিযোগ শাহরুখের প্রেমকে নিয়েই! আর শাহরুখের এই প্রেমিক ইমেজকেই দোষ দিচ্ছেন মুম্বইয়ে মহিলা ৷ তা পোস্টে কী লিখলেন তিনি ?
মহিলা লিখেছেন,
‘শাহরুখ আমার জীবনকে একেবারে নষ্ট করে দিয়েছে ৷ ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম ৷ আমার প্রেমিক আমাকে সঠিকভাবে প্রোপোজ করবে ৷ সে ফুলের মধ্যে দিয়ে হেঁটে আসবে ৷ বেজে উঠবে ভায়োলিন ৷ আমার খোলা চুল উড়বে হাওয়ায় ৷ আমার প্রেমিক আমার সামনে হাঁটু গেরে বসে আমাকে প্রেম নিবেদন করবে ! কিন্তু আমার জীবনে সেরকম ঘটল না ৷ এমনকী, আমি চেষ্টা করেছিলাম এক পঞ্জাবী ছেলে, যার সঙ্গে আমি তিন বছর সম্পর্কে ছিলাম, তাকে বিয়ে করার জন্য আমার বাঙালি পরিবারকে রাজি করাতে চেয়েছিলাম ৷ কিন্তু সেরকম ঝামেলাই হয়নি ৷ উল্টে আমরা জানতাম আমাদের বিয়ে হবেই ৷ তাই কোনও সারপ্রাইজ ঘটেনি আমার জীবনে৷ আমার জীবনে সত্যিই কোনও ফিল্মি মোমেন্ট নেই ৷ শেষমেশ আমি নিজেই সারপ্রাইজ পার্টির প্ল্যান করলাম ৷ নিজেই তৈরি করলাম ফিল্মি মোমেন্ট ! আর আমার স্বামী বলল, ভগবানের কাছে প্রার্থনা করি, আমাদের সন্তানেরা যেন ফিল্মি না হয় !’

advertisement
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
Location :
First Published :
April 19, 2018 3:34 PM IST