Akshay Kumar Accident: অক্ষয়ের গাড়ির ধাক্কা! হাসপাতালে অটোচালক, এবার অভিনেতার কাছে ক্ষতিপূরণ দাবি আহত চালকের পরিবারের
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Akshay Kumar Accident: বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অটোচালক৷ এবার অক্ষয়ের ক্ষতিপূরণ দাবি করল অক্ষয়ের পরিবার৷ আহত অটোচালকের ভাই মহম্মদ সমীর দাদার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন তিনি।
মুম্বই: সোমবার রাতেই দুর্ঘটনার কবলে পড়ে অভিনেতা অক্ষয় কুমারের গাড়ি৷ গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খান্নাও৷ অক্ষয়ের নিরাপত্তাবলয়ের একটি গাড়ি উলটে যায়। আর সেই গাড়ির ধাক্কায় সামনের একটি অটো একেবারে দুমড়ে-মুচড়ে দলা পাকিয়ে বড় গাড়ির নিচে চাপা পড়ে গিয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অটোচালক৷ এবার অক্ষয়ের ক্ষতিপূরণ দাবি করল অক্ষয়ের পরিবার৷ আহত অটোচালকের ভাই মহম্মদ সমীর দাদার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন তিনি।
সংবাদমাধ্যমকে মঙ্গলবার আহত অটোচালকের ভাই মহম্মদ সমীর জানান, ‘‘ঘটনাটি রাত ৮টা থেকে ৮.৩০ মিনিটের দিকে ঘটে। আমার ভাই রিকশা চালাচ্ছিলেন, যখন অক্ষয় কুমারের ইনোভা এবং একটি মার্সিডিজ গাড়ি পিছনে ছিল। মার্সিডিজ যখন ইনোভাকে ধাক্কা দেয়, তখন ইনোভাটি অটোর নীচে ধাক্কা খায়৷ ফলে আমার ভাই এবং অন্য একজন যাত্রী অটোর নীচে আটকা পড়েন। পুরো অটো রিকশাটি ধ্বংস হয়ে যায় এবং আমার ভাইয়ের অবস্থা খুবই গুরুতর। আমার একমাত্র অনুরোধ, আমার ভাই যেন যথাযথ চিকিৎসা পান এবং রিকশার ক্ষতির জন্য ক্ষতিপূরণ পান। আমরা আর কিছু চাই না…”৷
advertisement
advertisement
#WATCH | Mumbai | Brother of the auto-rickshaw driver who got injured in the accident, Mohammed Sameer says, “This incident happened around 8 to 8.30 pm. My brother was driving the rickshaw when Akshay Kumar’s Innova and a Mercedes were behind it. When the Mercedes hit the… https://t.co/2AoRuMIQzs pic.twitter.com/hMucT6mSvB
— ANI (@ANI) January 20, 2026
advertisement
প্রসঙ্গত, সোমবার বিদেশে ছুটি কাটিয়ে এয়ারপোর্ট থেকে নিজের জুহুর বাড়িতে ফিরছিলেন অক্ষয় ও ট্যুইঙ্কল৷ ফেরার পথে জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে ঘটে মারাত্মক দুর্ঘটনা৷ সূত্রের খবর অনুযায়ী, অক্ষয়ের গাড়িতে সরাসরি ধাক্কা লাগেনি৷ এক দ্রুতগামী মার্সিডিজ প্রথমে ধাক্কা দেয় একটি অটোরিক্সাকে৷ অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় অক্ষয়ের নিরাপত্তারক্ষীদের কনভয়ে৷ এই কনভয়টি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় অভিনেতার এসইউভিতে৷ পরপর একাধিক গাড়িতে ধাক্কা লাগে সিলভার বিচ ক্যাফের কাছে৷
advertisement
দুর্ঘটনাটি গুরুতর হলেও এতে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি৷ নিরাপত্তার গাড়ির নিচে চাপা পড়ে যাওয়ার পর অটো চালক ও যাত্রী কিছু সময়ের জন্য আটকে পড়েছিলেন, তবে অল্প সময়ের মধ্যেই তাঁদের উদ্ধার করা হয়। তবে তারপরেই আহত অটোচালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ স্থানীয়দের থেকে জানা গিয়েছে, অক্ষয় কুমার সঙ্গে সঙ্গে নিজের এসইউভি থেকে নেমে তাঁর টিমের সদস্যদের নিয়ে আহতদের সাহায্যে এগিয়ে যান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 20, 2026 3:57 PM IST









