Akshay Kumar sold jewellery : অভিনয়ে পা রাখার আগে কুন্দনের গয়না বিক্রি করেই অন্নসংস্থান, জানালেন অক্ষয়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
অক্ষয় জানান, তিনি অভিনেতা হওয়ার আগে দিল্লিতে কুন্দনের গয়না বিক্রি করতেন (Akshay Kumar used to sell Kundan Jewelleries)৷
মুম্বই : ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) এবং রোহিত শেট্টীর (Rohit Shetty) সঙ্গে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র (Kaun Banega Crorepati) সেটে হাজির ছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)৷ সেখানে অমিতাভ জিজ্ঞাসা করেন অক্ষয়কে, তাঁর ইন্ডাস্ট্রিতে পা রাখার আগের জীবন নিয়ে৷ উত্তরে অক্ষয় জানান, তিনি অভিনেতা হওয়ার আগে দিল্লিতে কুন্দনের গয়না বিক্রি করতেন (Akshay Kumar used to sell Kundan Jewelleries)৷
আরও পড়ুন : মাথায় সাদা ফুলের গুচ্ছ, জন্মদিনের সাজে কাঁধখোলা পোশাকে ঐশ্বর্য
অভিনেতার কথায়, ‘‘আমি কুন্দন গয়না বিক্রি করতাম৷ আমি দিল্লি থেকে ৭০০০ বা ৮০০০ টাকায় গয়না কিনতাম৷ তার পর সেই কুন্দন গয়না বিক্রি করতে আসতাম মুম্বইয়ে৷ এই ব্যবসায় আমার লভ্যাংশ থাকত ১১ হাজার থেকে ১২ হাজার টাকার৷ প্রায় ৩-৪ বছর ধরে আমি এই ব্যবসা করেছি৷’’
advertisement
আরও পড়ুন : ৯০০০ ফুট উচ্চতায় তাঁবুতে তারকা পিতাপুত্র ধর্মেন্দ্র-সানি
কৌন বনেগা ক্রোড়পতির ত্রয়োদশতম মরসুমে তারকাখচিত এই পর্বগুলির নাম ‘শানদার শুক্রবার’৷ অক্ষয়ের পর্ব সম্প্রচারিত হবে ৫ নভেম্বর৷ পাশাপাশি ‘সূর্যবংশী’-র ইউনিট হাজির থাকবে কপিল শর্মার শো-এও৷ শো-এর সেট থেকে ক্যাটরিনার সঙ্গে একটি ছবি শেয়ারও করেছেন অক্ষয়৷
advertisement
আরও পড়ুন : পিসি হলেন সুস্মিতা সেন, সামাজিক মাধ্যমে উচ্ছ্বসিত পোস্ট প্রাক্তন বিশ্বসুন্দরীর
ছবিটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘‘এই ফ্রেমটি দেখেই বোঝা যায় ক্যাটরিনার সঙ্গে আমার শ্যুটিংয়ের অভিজ্ঞতা কীরকম ছিল৷ সেই অভিজ্ঞতাই বেশি করে ছিল কপিল শর্মার শো-এ৷’’ কপিল শর্মার এই শো সম্প্রচারিত হবে ৭ নভেম্বর৷ অক্ষয়ের পরবর্তী ছবি ‘সূর্যবংশী’ মুক্তি পাবে ৫ নভেম্বর৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2021 11:53 PM IST