Akshay Kumar: কলকাতায় অক্ষয়! ছাত্রীর সঙ্গে 'তেরি ওর' গানে নাচ, স্নেহের চুম্বন... চিৎকারে ফেটে পড়ল গ্যালারি
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Akshay Kumar: নীল রঙের পোশাক পড়া ছাত্রীর হাত ধরে নাচ, পাশে চলছে অক্ষয় অভিনীত বিখ্যাত গান 'তেরি ওর'। তারপরেই হাতে স্নেহের চুম্বন...
#কলকাতা: অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি 'রক্ষা বন্ধন'। এই ছবিতে দেখা যাবে ভূমি পেডনেকরকে (Bhumi Pednekar)। তারই প্রচারে সোমবার ঝটিকা সফরে ঘুরে গেলেন কলকাতা। সঙ্গে ছিলেন পর্দার তিন বোন এবং পরিচালক আনন্দ এল রাই। কলকাতায় এসে সাংবাদিক বৈঠকের পর শহরের এক নামকরা বেসরকারী স্কুলে কচিকাচাদের সঙ্গে সময় কাটান বলিউডের খিলাড়ি।

ছবির বিষয় নিয়ে কথা বলতে গিয়ে পণ নেওয়া ও দেওয়ার রীতি, কলকাতায় কেরিয়ার, পুরনো বন্ধু আশিসের কথা... পুরনো দিনের নস্টালজিয়ায় ভাসলেন অভিনেতা। আরেক বিরল মুহুর্তের সাক্ষী হয়ে থাকল গোটা বাংলা। এক স্কুল স্টুডেন্ট ভক্তের সঙ্গে নাচ করলেন খিলাড়ি। নীল রঙের পোশাক পড়া ছাত্রীর হাত ধরে নাচ, পাশে চলছে অক্ষয় অভিনীত বিখ্যাত গান 'তেরি ওর'। তারপরেই হাতে স্নেহের চুম্বন। ছাত্রী আবেগে ভাসলেন, আনন্দে গলা শুকিয়ে যায় প্রায় তাঁর... স্টেজেই জল খেতে চাইলেন। খিলাড়ি পথ দেখান তাঁকে... তারপরে কলকাতার 'ছাত্রী' বোন এবং রাখী বন্ধনের অনস্ক্রিন তিন বোনের সঙ্গে সেলফি অক্ষয়ের। বিরল দৃশ্য দেখে চিৎকারে ফেটে পড়ল গ্যালারি। গোটা স্কুল সাক্ষী হয়ে রইল দিনটার।
advertisement
advertisement

প্রসঙ্গত, রক্ষাবন্ধন ছবির জন্য নিজের ওজনও বাড়িয়ে তুলেছেন অভিনেতা। তা নিয়ে অক্ষয় খুবই খুশি এবং বলছেন, এর সম্পূর্ণ কৃতিত্ব মায়ের হাতের তৈরি হালুয়া। তবে স্বাভাবিক ভাবেই ওজন বাড়িয়েছেন অভিনেতা। অক্ষয় ওজন বাড়ানো নিয়ে বলেছেন, 'আমার চরিত্রের জন্য মাঝে মাঝে ওজন বাড়ানো ও কমানোর এই খেলাটা বেশ লাগে। স্বাস্থ্যকর ভাবেই আমি এটা করতে পারি। একদম স্বাভাবিক ভাবে ৫ কেজি ওজন বাড়িয়ে তুলেছি। এবং এর জন্য কী ভাগ্যবান আমি, মায়ের হাতের হালুয়া খেতে পারছি।'
advertisement

গত বছর রাখির দিনই এই ছবির ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। এই ছবি নিজের বোন অলকা ভাটিয়াকে উৎসর্গ করেছেন অভিনেতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 08, 2022 3:56 PM IST