Selfiee trailer: অক্ষয়-ইমরানের ধুন্ধুমার বচসা! নিছক 'সেলফি'র জন্য শেষমেশ এত কাণ্ড

Last Updated:

Selfiee trailer: রবিবার মুক্তি পেয়েছে 'সেলফি'র ট্রেলার। ছবিতে সুপারস্টার বিজয়ের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। ওম প্রকাশের ভূমিকায় ধরা দেবেন ইমরান হাশমি।

মুম্বই: বলিউডের অন্যতম তারকা বিজয়। সাফল্যের চূড়ায় অবস্থান তার। অসংখ্য ছবি, রিয়্যালিটি শো, বিজ্ঞাপন, অগুনতি কাজের প্রস্তাবে উপচে পড়ে তার ঝুলি।
অন্য দিকে, সাদামাঠা জীবনযাপন করে ওম প্রকাশ আগরওয়াল। সে পেশায় এর আরটিও অফিসার। মধ্যবিত্ত ওম প্রকাশ এবং তার ছোট্ট ছেলে, দু'জনেই বিজয়ের ভক্ত। পছন্দের তারকার সঙ্গে একটি সেলফি! বাবা-ছেলের স্বপ্ন এটুকুই। কিন্তু সেই স্বপ্ন কি আদৌ পূর্ণ হবে? নাকি বিজয়ের সব চেয়ে বড় ভক্তই হয়ে উঠবে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী? সমাজের দুই ভিন্ন স্তর থেকে উঠে আসা বিজয় আর ওম প্রকাশের আখ্যান বলবে 'সেলফি'। রাজ মেহতার নতুন ছবি।
advertisement
View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

advertisement
advertisement
রবিবার মুক্তি পেয়েছে 'সেলফি'র ট্রেলার। ছবিতে সুপারস্টার বিজয়ের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। ওম প্রকাশের ভূমিকায় ধরা দেবেন ইমরান হাশমি। এ ছাড়ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন নুসরত ভারুচা এবং ডায়ানা পেন্টি।
advertisement
মালয়ালম কমেডি ড্রামা 'ড্রাইভিং লাইসেন্স'-এর হিন্দি পুনর্নির্মাণ 'সেলফি'। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
২০২২ বিশেষ ভাল যায়নি অক্ষয়ের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তাঁর একাধিক ছবি। নতুন বছরে কি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন তিনি? এখন সেটাই দেখার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Selfiee trailer: অক্ষয়-ইমরানের ধুন্ধুমার বচসা! নিছক 'সেলফি'র জন্য শেষমেশ এত কাণ্ড
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement