Aishwarya Rai Bachchan: ঐশ্বর্যের জন্য ট্রোলের মুখে আরাধ্যা! কটাক্ষের সঙ্গে এল উপদেশও, কী করেছিলেন তিনি
- Published by:Sanchari Kar
Last Updated:
Aishwarya Rai Bachchan: তবে এই প্রথম নয়। দিন কয়েক আগে মেয়ের সঙ্গে একটি ছবি দিয়ে তুমুল কটাক্ষের মুখে পড়েন ঐশ্বর্য।
কলকাতা: নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে তর্ক-বিতর্ক, চর্চা শেষ হওয়ার নয়। আর তারকা-সন্তান হলেই সর্বক্ষণ থাকতে হয় আতসকাচের নীচে। সম্প্রতি তা আরও একবার প্রমাণিত।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গোল ধানা অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সবুজ এবং সোনালি রঙের ভারী কাজের আনারকলিতে তাক লাগিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আম্বানি পরিবারের অনুষ্ঠানে অভিনেত্রীর সঙ্গী হয়েছিলেন তাঁর মেয়ে আরাধ্যা। সাদা রঙের সালোয়ারে সেজে উঠেছে বচ্চন পরিবারের কনিষ্ঠতম সদস্য।
advertisement
advertisement
এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। তাল কাটল নেটমাধ্যমে মা-মেয়ের ছবি ছড়িয়ে পড়ার পর। আরাধ্যার সাজপোশাকের প্রশংসা করলেও তাঁর চুলের ধরন অর্থাৎ হেয়ারস্টাইল নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। ঐশ্বর্যের ফ্যানক্লাবের অ্যাকাউন্টে তাঁর এবং আরাধ্যার ছবির নীচে একজন লিখেছেন, 'আরাধ্যার চুলের ধরনটা এ বার বদলানো দরকার। ও আর বাচ্চা নেই। বড় হয়ে গিয়েছে।' আবার অন্য জনের টিপ্পনি, 'আরাধ্যাকে খুব সুন্দর দেখাচ্ছে। পোশাকটাও সুন্দর। কিন্তু ওর হেয়াারস্টাইলটা ভাল লাগছে না।' অন্য দিকে ঐশ্বর্যের উদ্দেশে জনৈকের উপদেশ, 'ওকে এ বার একটু বড় হতে দিন। ও পাঁচ বছরের বাচ্চা নয়।'
advertisement
আরও পড়ুন: 'শাহরুখ খান কে?' চমকে দেওয়া জবাব অসমের মুখ্যমন্ত্রীর! বললেন, 'ডঃ বেজবড়ুয়া পার্ট ২ দেখুন'
তবে এই প্রথম নয়। দিন কয়েক আগে মেয়ের সঙ্গে একটি ছবি দিয়ে তুমুল কটাক্ষের মুখে পড়েন ঐশ্বর্য। পরম স্নেহে কন্যার ঠোঁটে চুমু আঁকছেন মা। ছবি দিয়ে মেয়ের উদ্দেশে একদা বিশ্বসুন্দরী লিখেছেন, 'আমার ভালবাসা... আমার জীবন... তোমায় খুব ভালবাসি আরাধ্যা।
advertisement
অভিনেত্রীর এই পোস্টকে ঘিরে প্রবল আপত্তি জানায় নেটিজেনদের একাংশ। অভিযোগ ওঠে, ভারতীয় সংস্কৃতির অপমান করেছেন তিনি। অনেকেই আবার বলেছিলেন, তাঁর এই ধরনের আচরণ জনসাধারণের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 22, 2023 5:12 PM IST