Aishwarya Rai Abhishek Bachchan Dance: ভরা বিতর্কের মধ্যেই মেয়ের স্কুলে একসঙ্গে নাচলেন অভিষেক-ঐশ্বর্য! দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Aishwarya Rai Abhishek Bachchan Dance: একটি হৃদয়স্পর্শী ভিডিওতে দেখা গিয়েছে যে, ঐশ্বর্য এবং অভিষেক তাদের মেয়ে এবং আব্রামের পারফরম্যান্স দেখতে দেখতে হাততালি দিচ্ছিলেন এবং হাসছিলেন।
মুম্বই: একসঙ্গে একফ্রেমে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই। আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একসাথে নাচতে দেখা গেল তাঁদের। সম্প্রতি তাঁদের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুম্বইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে বড়দিন উপলক্ষে এই অনুষ্ঠানে বলিউডের সেরা তারকারা জমায়েত হয়েছিলেন। এই অনুষ্ঠানে অভিষেক এবং ঐশ্বর্যকে একসঙ্গে দেখে নিশ্চিতভাবেই খুশি হয়েছেন ফ্যানরা।
বার্ষিক দিনটির অনুষ্ঠানে বলিউডের তারকারা তাঁদের ছোটদের উৎসাহ দিতে এসেছিলেন। অনুষ্ঠানের ভিডিওগুলি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই তাদের সন্তানদের উৎসাহিত করতে দেখা যায়। এমন একটি ভিডিওতে, অভিষেক এবং ঐশ্বর্যকে ‘দেওয়াঙ্গি দেওয়াঙ্গি’ গানে নাচতে দেখা যায় একটি ভিড়ে।
advertisement
advertisement
ভিডিওতে শাহরুখ খান স্কুলের বড় বড় বাচ্চাদের সাথে নাচছেন, আর আব্রাম এবং আরাধ্যা বচ্চন স্টেজে একসঙ্গে নাচছিল। আরাধ্যা এবং আব্রামের বড়দিনের থিমযুক্ত পারফরম্যান্সটি অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, যেখানে আরাধ্যা লাল এবং সাদা রঙের সুন্দর পোশাকে সজ্জিত ছিল, আর আব্রাম সাদা সোয়েটার এবং লাল মাফলার পরেছিল। দুজনকেই দেখাচ্ছিল দারুন। তবে, ফ্যানরা দেখতে পান যে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই একই ভিড়ে একসঙ্গে নাচছেন। আর সেটাই কার্যত অনুষ্ঠানের ফোকাস ঘুরিয়ে দেয় অনেকটা।
advertisement
আরও একটি হৃদয়স্পর্শী ভিডিওতে দেখা গিয়েছে যে, ঐশ্বর্য এবং অভিষেক তাদের মেয়ে এবং আব্রামের পারফরম্যান্স দেখতে দেখতে হাততালি দিচ্ছিলেন এবং হাসছিলেন। অনুষ্ঠানে সাইফ আলি খান, করিনা কাপূর, মীরা রাজপুত, সুহানা খান, গৌরি খান, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দে’সুজা, প্রথিরাজ সুকুমারান এবং মণীশ মালহোত্রাও উপস্থিত ছিলেন এবং শিশুদের উৎসাহিত করেছিলেন।
advertisement
King @iamsrk grooving on “Deewangi Deewangi” song!! pic.twitter.com/a63x3AhDzm
— Nidhi (@SrkianNidhiii) December 19, 2024
এদিকে, অভিষেক এবং ঐশ্বর্য রাইকে ঘিরে ডিভোর্স গুঞ্জন কয়েক মাস ধরেই চলছিল, যা এই পাওয়ার কাপলের ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তবে, গত মাসে অমিতাভ বচ্চনের একটি ব্লগ পোস্ট এসব গুঞ্জনের উপর পরোক্ষভাবে আলোচনার বিষয় হয়ে ওঠে। বিগ বি গোপনীয়তার গুরুত্ব সম্পর্কে কথা বলেছেন এবং ডিভোর্সের দাবি অস্বীকার করেছেন। তিনি লিখেছেন, “গুঞ্জন গুঞ্জনই… সেগুলি নিরপেক্ষ নয়, যাচাই ছাড়া বলা হয়… যাচাই প্রয়োজন যারা তাদের পেশাদার ব্যবসা এবং বাণিজ্যিক কাজে এগুলোকে সঠিক প্রমাণিত করতে চান।”
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 2:45 PM IST