Guru Randhawa: কৃষক আন্দোলনের সমর্থন করে বিপাকে গুরু রানধাওয়া! শুনতে হল 'পয়সা পেয়েছো?'
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Guru Randhawa: কৃষকদের পক্ষ নিয়ে টুইট, সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে বলিউডের বিখ্যাত গায়ক, বিস্তারিত জানুন...
নয়াদিল্লি: গুরু রানধাওয়া সম্প্রতি শমভু এবং খানাউরি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছেন। সম্প্রতি, পাঞ্জাবি গায়ক তার X হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে তিনি ভারত সরকারের কাছে কৃষকদের সমস্যা নিয়ে আলোচনা করে একটি সমাধানে পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন।
তারকা পঞ্জাবী গায়ক জানিয়েছেন, “কৃষকরা আমাদের দেশের প্রতিটি পরিবারে খাবার সরবরাহ করেন। তাদের কণ্ঠস্বর শোনা দরকার। আমাদের সরকারি কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি, দয়া করে কৃষক নেতাদের সঙ্গে বসে আলোচনা করুন।”
advertisement
তবে, গায়কের এই পোস্টটি অনেকেরই ভাল লাগেনি। কিছু মানুষ তাকে টাকার বিনিময়ে কৃষকদের সমর্থন করার অভিযোগ তোলেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “পয়সা পেয়েছো? না কি হুমকি?” আর একজন লিখেছেন, “আমরা কৃষকদের তাদের ফসলের জন্য টাকা দিচ্ছি, ফ্রি খাওয়াচ্ছে না ওরা আমাদের, ভাড়াটে কথাকার!”
advertisement
শুধু তাই নয়, এক ব্যবহারকারী গুরু তারকা গায়ককে প্রশ্ন করেন যে, তিনি কেন কৃষকদের সমর্থন করছেন৷ তখন উত্তরে গায়ক জানান যে, তিনিও একজন কৃষক পরিবারের সদস্য। তিনি লিখেছেন, “আমিও একজন কৃষক পরিবারের সদস্য, ভাই। কোনও টাকাপয়সা বা হুমকি পাইনি। আমি শুধু একজন ভারতীয় হিসেবে অনুরোধ করছি৷ খুশি থাকো, আমাদের দেশে কী হচ্ছে, বুঝতে পারছি না। কিছু লিখলেই ঘৃণা পাওয়া যাচ্ছে। খুশি থাকো ভাই।”
advertisement
গুরু রন্ধাওয়া “নাচ মেরি রানি,” “পাটোলা,” “ডান্স মেরি রানি,” “হাই রেটেড গবরু,” “ইশারে তেরে,” “স্যুট স্যুট,” এবং “লাহোর”-এর মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত।
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2024 1:38 PM IST