Ahaan Panday: ‘চাঙ্কি পাণ্ডের সঙ্গে কোনও রকম সম্পর্কই নেই’, এ কী বলে বসলেন আহান...! তাহলে কি সবটাই লোকদেখানো? জোর জল্পনা বি-টাউনে

Last Updated:

Ahaan Panday: সাম্প্রতিক অতীতে যত জন স্টার কিড ডেবিউ করেছেন, তার মধ্যে আহান পাণ্ডে যে পরবর্তী সুপারস্টার হতে চলেছেন, এটা আলাদা করে আর বলে দিতে হয় না!

News18
News18
মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে নবাগত জুটি আহান পাণ্ডে এবং অনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’। বলাই বাহুল্য যে, সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি ইতিমধ্যেই চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। আর সেই সঙ্গে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নবাগত আহান পাণ্ডেও। সাম্প্রতিক অতীতে যত জন স্টার কিড ডেবিউ করেছেন, তার মধ্যে আহান পাণ্ডে যে পরবর্তী সুপারস্টার হতে চলেছেন, এটা আলাদা করে আর বলে দিতে হয় না! নিজের জেঠু চাঙ্কি পাণ্ডে এবং জেঠতুতো বোন অনন্যা পাণ্ডের পদচিহ্ন অনুসরণ করেই বলিউডে নিজের জায়গা পাকা করতে চলেছেন আহান পাণ্ডে। এরই মাঝে নবাগত অভিনেতার একটি পুরনো মন্তব্য সামনে এসেছে। যেখানে তাঁকে চাঙ্কি পাণ্ডের সঙ্গে সম্পর্ক অস্বীকার করতে দেখা গিয়েছিল।
২০১৭ সালে নিজের ইনস্টাগ্রামে লাইভ করে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় মজেছিলেন আহান পাণ্ডে। তখন অভিনেতার বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই সময় তাঁকে তাঁর জেঠু চাঙ্কি পাণ্ডের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তাতে বেশ বিরক্ত হয়েছিলেন আহান। SpotboyE-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ‘এটা মজাদার যে, আমার পদবী পাণ্ডে। তবে আমার সঙ্গে কিন্তু ওঁর কোনও সম্পর্কই নেই। আমার বাবা হলেন অলোক শরদ পাণ্ডে। আর সেটাই একমাত্র আমার পাণ্ডে কানেকশন। আর আমি আমার জনপ্রিয়তার জোরে নিজেকে বি-টাউনে প্রতিষ্ঠিত করতে চাই।’
advertisement
advertisement
সেই সময় আহানের ওই মন্তব্যে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। আসলে আহানের বাবা অলোক শরদ পাণ্ডে আবার চিক্কি পাণ্ডে নামেই বেশি পরিচিত। আর সম্পর্কে কিন্তু তিনি চাঙ্কি পাণ্ডের ছোট ভাইও বটে! সেদিক থেকে দেখতে গেলে আহান আসলে চাঙ্কি পাণ্ডের ভ্রাতুষ্পুত্র। তবে সেই সময় আহান কেন নিজের জেঠুর সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছিলেন, সেটা এখনও স্পষ্ট নয়। এর পিছনে কি কোনও পারিবারিক বিবাদ রয়েছে, সেই বিষয়টাও ধোঁয়াশার মধ্যেই রয়েছে। সে সমস্যা যা-ই হোক না কেন, আপাতত আহানের জন্য গলা ফাটাতে একজোট হয়েছে গোটা পাণ্ডে পরিবার।
advertisement
এদিকে সম্প্রতি চাঙ্কি পাণ্ডে আবার বলিউডের প্রভাবশালী কাপুর এবং খানদের একহাতও নিয়েছেন। একটি ইনস্টাগ্রাম পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তাতে বলা হয়েছে যে, ‘কাপুর এবং খানদের দুনিয়ায় পাণ্ডেরা সিলেবাসের বাইরে থেকে চলে এসেছে।’ সেই পোস্টে দেখা গিয়েছে চাঙ্কি, অনন্যা এবং আহানের ছবি। এই পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছিলেন খোদ চাঙ্কি পাণ্ডে।
advertisement
এখানেই শেষ নয়, ‘সাইয়ারা’ প্রিমিয়ারেও যোগ দিয়েছিলেন চাঙ্কি। সেই সঙ্গে ভাল রিভিউ-ও দিয়েছিলেন। ‘সাইয়ারা’ স্ক্রিনিংয়ের পরে চাঙ্কি পাণ্ডে এবং ভাবনা পাণ্ডেকে ঘিরে ধরেছিলেন পাপারাৎজিরা। রিভিউ হিসেবে চাঙ্কি পাণ্ডে বলেন যে, খুবই ভাল, সেরা। ব্লকবাস্টার। বাড়ির ছেলের এহেন কৃতিত্বে চাঙ্কি এবং ভাবনার চোখেমুখে যেন ঝরে পড়ছিল গর্বের হাসি। এর পাশাপাশি ইনস্টাগ্রামে এই ছবির ইতিবাচক রিভিউ দিয়েছেন অনন্যা পাণ্ডে, ডিয়ান পাণ্ডে এবং আলানা পাণ্ডেও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ahaan Panday: ‘চাঙ্কি পাণ্ডের সঙ্গে কোনও রকম সম্পর্কই নেই’, এ কী বলে বসলেন আহান...! তাহলে কি সবটাই লোকদেখানো? জোর জল্পনা বি-টাউনে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement