corona virus btn
corona virus btn
Loading

মাধুরী দীক্ষিতের আজা নাচলে নেচে সোশ্যাল মিডিয়ায় তুফান তুললেন টেলি অভিনেত্রী সুমনা চক্রবর্তী

মাধুরী দীক্ষিতের আজা নাচলে নেচে সোশ্যাল মিডিয়ায় তুফান তুললেন টেলি অভিনেত্রী সুমনা চক্রবর্তী

বলিউডে মাধুরী ফিরে আসার ছবি

  • Share this:

#কলকাতা: ফের সোশ্যাল মিডিয়ার যাবতীয় জল্পনায় টেলি অভিনেত্রী সুমনা চক্রবর্তী বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় বিশেষ ভাবে সক্রিয় ৷ নানান ইভেন্ট, ভিডিও বা কিছু এক্সক্লুসিভ ভিডিওর জন্য তিনি বারেবারে যাবতীয় চর্চায় এসেছেন ৷ সুমনা চক্রবর্তী বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একের পর এক দুর্দান্ত ভিডিও শেয়ার করেছেন তাঁর ভিডিওর প্রবল ভাবে ভিউ বাড়ছে ৷

এর শেয়ার লাইক বা রিচ নিয়ে ভাবাই যায়না কথখানি প্রতিটি মানুষের নজরে এসেছে ৷ বর্তমানে তিনি মাধুরী দীক্ষিতের বলিউডে কামব্যাক ছবি আজা নাচলের টাইটেল সঙে নেচে রীতিমত ঝড় তুলেছেন ফেসবুকে ৷ যশ চোপড়ার আরও একটি ধামাকাদার সিনেমা আজা নাচলে ৷ এই ছবিতে ফিরে এসে ফের মাধুরী প্রমাণ করেছেন নিজেকে ৷

বলিউডে মাধুরী দীক্ষিত মানে কোনও বিশেষ নাম নয় ৷ মাধুরী দীক্ষিত মানে একটি প্রতিষ্ঠান ৷ সেই মাধুরীর নাচের কতা কারোর মনে পড়ুক না পড়ুক সুমনা যে বিন্দাস আনন্দ করেছেন তা বলাই বাহুল্য ৷ কালার্স বাংলার চিরদিনই আমি যে তোমার ধারাবাহিকে বর্তমানে তিনি কাজ করছেন ৷

First published: October 16, 2019, 12:44 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर