মন ও মনস্তত্বের ভাঙাগড়ার প্রেক্ষাপটে নানান মানুষের জীবনের গল্প বলে 'চৌকাঠ পেরিয়ে'

Last Updated:

Bengali Short Film : মন ও মনস্তত্বের ভাঙাগড়ার প্রেক্ষাপটে নানা মানুষের জীবনের গল্প বলে চৌকাঠ পেরিয়ে

মন ও মনস্তত্বের ভাঙাগড়ার প্রেক্ষাপটে নানা মানুষের জীবনের গল্প বলে চৌকাঠ পেরিয়ে
মন ও মনস্তত্বের ভাঙাগড়ার প্রেক্ষাপটে নানা মানুষের জীবনের গল্প বলে চৌকাঠ পেরিয়ে
কলকাতা : মন ও মনস্তত্বের ভাঙাগড়ার প্রেক্ষাপটে নানা মানুষের জীবনের গল্প বলে চৌকাঠ পেরিয়ে। Doctor A একজন প্রখ্যাত মনস্তাত্ত্বিক। কোভিড পরিস্থিতিতে ডাক্তার A এক সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হচ্ছেন তাঁর সুবিশাল বাড়িতে৷ সাক্ষাৎকারটি সম্পূর্ণভাবেই অনলাইনে নেওয়া হবে। যিনি সাক্ষাৎকার নিচ্ছেন তিনি আমেরিকা নিবাসী হওয়ায় সেখানকার কোভিড পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল। বর্তমানে ভারতবর্ষ ও সেখানকার মানুষের কোভিডকালীন জীবনযাত্রা ও তাদের মানসিক ভাঙাগড়ার অবস্থান সম্পর্কে জানতেই তার এই সাক্ষাৎকার নেওয়া।
তাই ডাক্তার A যখন সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হচ্ছেন তখন তার পাশাপাশি ওই একই বাড়িতে সাক্ষাৎকার দিতে আসার জন্য জমায়েত হওয়া এই কাহিনীর আরও কয়েকজন মূল চরিত্র যেমন- ট্যাক্সিচালক আব্দুল চাচা, সুবিধাভোগী শ্রেণীর অথচ জীবিকার কারণে মানসিক ভাবে ভেঙে পড়া  ডাক্তার বিষ্ণু সিং, খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মাহি, প্রথিতযশা নৃত্যশিল্পী সুহাসিনী, যশ নামের এক শিল্পী ও তাঁর সঙ্গীতশিল্পী বন্ধু ড্যানিয়েল নিজেদের অনন্য এবং যন্ত্রণাক্লীষ্ট জীবন কাহিনী একে অপরের সঙ্গে ভাগ করে নেয়।শেষে সবাই ক্যামেরার সামনে নিজের জীবন কাহিনী বলতে এগিয়ে যেতে পারলেও কেবল একজন সেই বাড়ির চৌকাঠ পেরিয়ে যেতে পারে না।
advertisement
আরও পড়ুন :  অসহায় প্রাণীদের জন্য নিরাপদ আশ্রয়, কলকাতায় পোষ্যদের দত্তক শিবিরে অভিনেতা অনিন্দ্য
এই যেতে না পারাই আসলে জীবন-মৃত্যু, অতীত ও বর্তমানের মধ্যে থেকে যাওয়া এক সূক্ষ্মরেখার প্রতিমূর্তি এবং যে যেতে পারে না সে একজন নিমগ্ন শ্রোতা। পঁয়তাল্লিশ মিনিটের এই গল্পের নিপুণ চলনে আবেগের নাগরদোলার মধ্যে দিয়ে রূপায়িত হয় কে নিজের জীবনের গল্প বলতে পারে আর কে স্থানু রয়ে যায়। এমনকি জীবনের বহু ঘাত-প্রতিঘাতে যখন মৃত্যু দরজায় এসে কড়া নাড়ে তখন সেই ডাক উপেক্ষা করতে পারলে অসীম আলোকময় জীবনের প্রবেশদ্বার নতুন ভাবে খোলে, তারই অনুসন্ধান দেয় চৌকাঠ পেরিয়ে- After the Threshold এর মত ছবি।
advertisement
advertisement
আরও পড়ুন :  সলিলের পকেটে ‘হাসি’-র চিঠি, কেঁদে ফেলেছিলেন আর্ট কলেজের ছাত্রী জ্যোতি
রোড আইল্যান্ড কলেজের অধ্যাপিকা ডঃ তন্বী চৌধুরীর পরিচালনায় এই ইন্দো-ওয়েস্টার্ন ছবিটিতে অভিনয় করেছেন ঋষভ বসু, অনাংশা বিশ্বাস, শতাক্ষী নন্দী, শংকর দেবনাথ, রিয়ান ঘোষ, পলাশ চতুর্বেদী, অপরাজিতা ইয়োলমো এবং পারমিতা সেন। ছবিটিতে বস্টনের বহু মানুষের অবদান অনস্বীকার্য। যেমন ফিলোমেলা ব্যান্ডটির সমস্ত সদস্য বস্টন নিবাসী এবং সমস্ত মানুষ ভারত থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে বস্টনে কর্মরত। তাদের মধ্যে আই আই টির প্রাক্তনীও আছেন। তাঁদেরই অবদানে ছবিটির গান “শেষ ইচ্ছে” সুমর্যাদায় পেশ করা গেছে।
advertisement
ছবিটি ক্যাফে ওহানাতে দেখানো হয়, যেখানে অভিনেতা, পরিচালক তথাগত মুখোপাধ্যায় ছবিটির পরিচয় করিয়ে দেন দর্শকের সামনে। তিনি জানান ইন্ডিপেন্ডেন্ট ছবির জন্য তারা সব সময় ভাবছেন ও এই ধরণের ছবিকে মানুষের সামনে আরও বেশি করে তুলে ধরতে চান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মন ও মনস্তত্বের ভাঙাগড়ার প্রেক্ষাপটে নানান মানুষের জীবনের গল্প বলে 'চৌকাঠ পেরিয়ে'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement