পুরনো ছন্দে ফিরছে সেই পহেলগাঁও... শুরু হচ্ছে শুটিং! হর্ষবর্ধনের কোন ছবির শুটিং হচ্ছে ভূস্বর্গে?

Last Updated:

পহেলগাম সন্ত্রাসী হামলার পর, কাশ্মীরের গুলমার্গের বিভিন্ন স্থানে চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে। বর্তমানে একটি চলচ্চিত্রের শুটিং শুরু করছেন হর্ষবর্ধন। পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং স্থানীয় বাসিন্দারা খুবই খুশি। গুলমার্গ, যা একসময় শুটিংয়ের জন্য জনপ্রিয় স্থান ছিল, তা ফের পুনরুজ্জীবিত হচ্ছে।

News18
News18
গুলমার্গ: ভূস্বর্গ! আক্ষরিক অর্থে স্বর্গই বটে। স্বপ্নের মতো সুন্দর উপত্যকা। মনে হয় প্রকৃতি যেন তার সৌন্দর্যের সবটা উপত্যকায় ঢেসে দিয়েছে। কোনও শিল্পী যেন তাঁর নিপুণ তুলিতে এঁকেছে এই ভূস্বর্গ। নিজেদের চোখে ভূস্বর্গের সেই সৌন্দর্য বন্দী করে রাখতে পর্যটকেরা ছুটে যান সেখানে। শুটিংয়ের জন্য পরিচালকেরা বেছে নেন উপত্যকাকেই। বরফমোড়া ছবির মতো পহেলগাঁও।  কত কী না শুটিং হয়েছে এখানে। বেতাব সিনেমার শুট হয় এখানে ৷ বেতাব ভ্যালি নামে এখানে ট্যুরিস্ট স্পট রয়েছে ৷ ‘হায়দার’, ‘স্কুল’, ‘হাইওয়ে’, ‘জব তক হ্যায় জান’, ‘রাজি’ , ‘বজরঙ্গী ভাইজান’ ছবির শুট হয় এখানেই ৷ সেই শেষ দৃশ্য শুট হয়েছিল বৈসারান উপত্যকায়।
এরপরে আচমকা একদিন বদলে যায় সব ছবি। ২২ এপ্রিল, ২০২৫ সেই বৈসারনেই হামলা চালায় জঙ্গিরা। ২৬ জনকে গুলি করে খুন করে তারা। হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক অস্থিরতা তৈরি হয়। তারপরেই তৈরি হয় ভীতি। পর্যটকেরা আসেনা। হতাশ স্থানীয় ব্যবসায়ীরা। তবে আসতে আসতে কাটছে পরিস্থিতি।
advertisement
advertisement
পহেলগাম সন্ত্রাসী হামলার পর, কাশ্মীরের গুলমার্গের বিভিন্ন স্থানে চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে।
বর্তমানে একটি চলচ্চিত্রের শুটিং শুরু করছেন হর্ষবর্ধন। পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং স্থানীয় বাসিন্দারা খুবই খুশি। গুলমার্গ, যা একসময় শুটিংয়ের জন্য জনপ্রিয় স্থান ছিল, তা ফের পুনরুজ্জীবিত হচ্ছে। এই উদ্যোগ কেবল উপত্যকায় চলচ্চিত্রের শুটিংকে উৎসাহিতই করবে না, তরুণদের তাদের প্রতিভা প্রদর্শন এবং বিকাশের সুযোগ দেবে বলে আশা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পুরনো ছন্দে ফিরছে সেই পহেলগাঁও... শুরু হচ্ছে শুটিং! হর্ষবর্ধনের কোন ছবির শুটিং হচ্ছে ভূস্বর্গে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement