তারার মাঝে তোমায় দেখব, হাসব-ভালবাসব, সুশান্তের মৃত্যুর একমাসে একতা কাপুরের পোস্ট
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
যেখানেই আছো, ভাল থাকো সুশি, তোমার জন্য অনেক ভালবাসা রইল, আবেগে ভাসলেন একতা কাপুর
#মু্ম্বই: সুশান্ত সিং রাজপুত প্রয়াত হয়েছেন একমাস পূর্ণ হয়েছে ৷ এই বিগত একমাস ধরে প্রিয় অভিনেতার প্রয়াণ ব্যাথিত করেছে ভক্তদের ৷ তাঁর মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক জল্পনা শুরু হয়েছে ৷ কেউ তাঁর মৃত্যুকে মানসিক অবসাদ বলে ব্যাখ্যা দিচ্ছেন তো কেউ কেউ তাঁর মৃত্যুকে বলিউডের স্বজনপোষণের ব্যাখ্যা হিসাবে তুলে ধরেছেন ৷ এরই মাঝে তদন্ত এগিয়ে চলেছে, মুম্বই পুলিশ ইতিমধ্যেই হেভিওয়েট থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যকে জেরা করেছে ৷
advertisement
advertisement
সেই তালিকায় সঞ্জয়লীলা বনশালি, তাঁর ক্রিয়েটিভ ম্যানেজার, তাঁর পরিচারক থেকে শুরু করে বন্ধুবান্ধব, যশরাজ ফিল্মসের প্রাক্তন আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ দ্বিতীয়বার জেরা করা হয়েছে তাঁর বোনকেও ৷ এরই মাঝে সুশান্তের চলে যাওয়ার একমাসও হয়েছে ৷ প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে থেকে শুরু করে কথিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, পরিচালক মুকেশ ছাবড়া সুশান্তের স্মৃতিতে আবেগে পরিপূর্ণ পোস্ট করেছেন ৷ বাকি নেই একতা কাপুরও ৷
advertisement
তিনি ইনস্টাগ্রামে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন ৷ যখনই তারার মাঝে তোমাকে দেখব, হাসব ৷ তুমি যেখানে আছো, ভাল থেকো ৷ তোমার জন্য অনেক ভালবাসা রইল ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2020 10:11 PM IST









