Shah Rukh Khan: 'পাঠান' ঝড় এখনও থামেনি! সাফল্যের রেশ না কাটতেই কোথায় ছুটলেন শাহরুখ
- Published by:Sanchari Kar
Last Updated:
Shah Rukh Khan: শোনা যাচ্ছে, আতলীর 'জওয়ান'-এর সেটে পৌঁছে গিয়েছেন শাহরুখ। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন দুই জনপ্রিয় দক্ষিণী তারকা।
মুম্বই: বক্স অফিসে দুর্বার গতিতে ছুটছে 'পাঠান'। 'বাদশা' প্রত্যাবর্তন জাদুকাঠি ছুঁইয়ে দিয়েছে পর্দায়। নতুন ছবির সাফল্যের রেশ এখনও কাটেনি। তার মাঝেই ফের কাজে ফিরলেন শাহরুখ।
শোনা যাচ্ছে, আতলীর 'জওয়ান'-এর সেটে পৌঁছে গিয়েছেন শাহরুখ। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন দুই জনপ্রিয় দক্ষিণী তারকা। বিজয় সেতুপতি এবং নয়নতারা।
advertisement
advertisement
'জওয়ান'-এর সেটে শাহরুখের একটি পুরনো ছবি ফের নেটমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে মুখে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় দেখা যাচ্ছে তাঁকে। গুঞ্জন, আপাতত ছ'দিন ধরে কিছু অ্যাকশন দৃশ্য শ্যুট করবেন শাহরুখ। চলতি মাসের শেষে ফ্লোরে ফিরবেন বিজয়ও। ২০২৩-এর মার্চেই নাকি ছবির শ্যুট শেষ করার পরিকল্পনা। তবে কাজে ফেরার বিষয়ে এখনও শাহরুখের তরফ থেকে কিছু জানানো হয়নি।
advertisement
গত বছরের শেষ দিকে শুরু হয়েছে 'জওয়ান'-এর শ্যুট। ছবিটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে। হায়দ্রাবাদ, মুম্বই, পুনে, চেন্নাইয়ের মতো শহরে ঘুরে ঘুরে হয়েছে ছবির শ্যুট। চলতি বছরের ২ জুন মুক্তি পাবে ছবিটি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 4:54 PM IST