'নাটু নাটু' গানের জয় গোল্ডেন গ্লোভ মঞ্চে! আমূলের প্রশংসায় মুগ্ধ দুনিয়া
- Published by:Aryama Das
Last Updated:
আমূল কোম্পানির পোস্টারটি ছিল দেখার মতো
#মুম্বই: গত ১১ জানুয়ারী গোল্ডেন গোল্ড অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার দৌড়ে ছিল পৃথিবীর বিভিন্ন দেশ। সেই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন দেশ পুরষ্কার পেয়েছে। প্রতিযোগিতায় প্রথমবার নমিনেশন পেয়েছিল 'নাটু নাটু' গান, আর প্রথমবারেই বাজিমাত। ২০২৩-এর সেরা অরিজিনাল গান হিসেবে পুরস্কার পেল এই গান। প্রথমবার এশিয়ান গান 'নাটু নাটু' পেল গোল্ডেন গ্লোব। গর্বিত ভারত। আনন্দে উচ্ছ্বসিত গোটা দেশ।
#Amul Topical: ‘Naatu Naatu’ wins Best Original Song at Golden Globes! pic.twitter.com/SGImkmBnYQ
— Amul.coop (@Amul_Coop) January 12, 2023
advertisement
বিশ্বজুড়ে মানুষ এই গান তৈরির পিছনে যাঁরা রয়েছেন, তাঁদের প্রশংসা করেছেন নেটমাধ্যম জুড়ে। তবে আমূল কোম্পানির পোস্টারটি ছিল দেখার মতো। দুধের কোম্পানি আমূল তাঁদের সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত সুন্দর একটা ক্রিয়েটিভ গ্রাফিক্স করেছে, সেখানে টিম 'আরআরআর'-এর প্রশংসা করেছে আমূল কোম্পানি। ভারতীয় ছবির মধ্যে গোল্ডেন গ্লোবের জন্য শেষ মনোনিত হয়েছিল সালাম বোম্বে (১৯৮৮) ও মনসুন ওয়েডিং (২০০১ ) -এর পরে প্রায় দুই দশক পরে গোল্ডেন গ্লোবের জন্য মনোনীত হল আরআরআর। ছবিটি মুক্তির পাওয়ার পর থেকেই মন কেড়ে নেয় দর্শকদের। বিশ্বব্যাপী ভালবাসা এবং প্রশংসাও অর্জন করে 'আরআরআর'।
advertisement
আরও পড়ুন : ১৮ রিটেক, ৬০ দিনের কোরিওগ্রাফি, ২০ দিনের শ্যুট, গোল্ডেন গ্লোবজয়ী 'নাটু' নির্মাণের নেপথ্য কাহিনি জানেন!
'নাটু' অর্থাৎ 'নাচ'। ব্রিটিশ শাসিত ভারতে ভিনদেশীদের সামনে রাম (রামচরণ) এবং ভীম (জুনিয়র এনটিআর) তাদের দেশীয় নাচের ঝলক দেখাতে নেমেছিল। আর তাতেই হয়ে গেল বাজিমাত। দুই ভারতীয়র এনার্জির সামনে ব্যর্থ ব্রিটিশরা। গল্পে এই দৃশ্যায়ন দেখানো হয়েছিল 'নাটু নাটু' গানে।
advertisement
"সত্যিই অসাধারণ পুরস্কার," আমূল তার পোস্টে বলেছে। প্রধান অভিনেতা জুনিয়র এনটিআর, রাম চরণ এবং সঙ্গীত পরিচালক এমএম কিরাভানিকে ডুডলে দেখানো হয়েছে৷ সেখানেই শেষ নয়, ব্র্যান্ডটি শিল্পকে একটি সৃজনশীল মোড় দেওয়ার জন্য গানের শব্দগুলিও পরিবর্তন করেছে।" আমূলের দ্বারা শেয়ার করা ক্রিয়েটিভটিতে, অভিনেতাদের তাঁদের সিনেমার চরিত্রগুলিকে দেখা গিয়েছে, যেখানে পরিচালক কিরাভানি গোল্ডেন গ্লোবস ট্রফি ধরেছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
January 13, 2023 2:55 PM IST