Bappi Lahiri-র শোকের মাঝেই ফের খারাপ খবর, প্রয়াত জনপ্রিয় এই অভিনেতা, শোকের ছায়া বিনোদনের দুনিয়ায়
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
ফের তারা খসল বাপ্পি লাহিড়ির মৃত্যুর পর ফের এক অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদনের দুনিয়া
#তিরুবনন্তপূরণ: ফের খারাপ খবর ৷ বাপ্পি লাহিড়ি প্রয়াণের (Bappi Lahiri Demise) পরের দিনেই এল আরও একটি খারাপ খবর ৷ জনপ্রিয় মালায়ালি অভিনেতা কেআর কত্তয়াম প্রদীপ (Kottayam Pradeep/Pradeep KR) প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার ৷ হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি প্রয়াত হয়েছেন ৷ পারিবারিক সূত্রে জানতে পারা গিয়েছে জনপ্রিয় এই অভিনেতাকে সকালেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷
সেখানেই চিকিৎসকেরা ঘোষণা করেন তিনি প্রয়াত হয়েছেন ৷ দুই সন্তন ও স্ত্রীকে রেখে চলে গেলেন এই তারকা ৷ থিয়েটার দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন ৷ ২০০১ সালে আইবি শশীর পরিচালনায় ই নাড়ু ইন্নলে বারে ছবির মাধ্যমে চলচ্চিত্র জীবনে পা রাখেন ৷
advertisement
advertisement
আরও পড়ুন : Sreetama Roy Chowdhury Marriage: বিয়ে করলেন টলি নায়িকা শ্রীতমা ! বরের সঙ্গে বিশেষ ভিডিওতে ধরা পড়লেন তিনি !
এরপরে কমপক্ষে ৬০টি ছবিতে ছোট বড় মিলিয়ে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন ৷ তামিল ছবি 'বিন্নাইথান্ডি বারুবায়া' তাঁর কেরিয়ারের অন্যতম সফল ছবি ৷ কেরলের অত্যন্ত জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) শোকবার্তায় জানিয়েছেন কে প্রদীপ অত্যন্ত জনপ্রিয় ও দক্ষ অভিনেতা তাঁর ছোট থেকে অত্যন্ত ছোট অভিনয়ও বারেবারে মনে দাগ কাটে ৷ মমূটি, পৃথ্বীরাজ, সুকুমারন-সহ বহু অভিনেতা সোশ্যাল মিডিয়ায় প্রদীপ জ্বেলে শ্রদ্ধা জানিয়েছেন (The whole Kerala film fraternity pays the last respect) ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2022 4:34 PM IST