Sreetama Roy Chowdhury Marriage: বিয়ে করলেন টলি নায়িকা শ্রীতমা ! বরের সঙ্গে বিশেষ ভিডিওতে ধরা পড়লেন তিনি !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Sreetama Roy Chowdhury Marriage: শ্রীতমা রায় চৌধুরির বিয়েতে বসল চাঁদের হাট। রইল বিশেষ ভিডিও
#কলকাতা: ফেব্রুয়ারি প্রেমের মাস। গোটা মাস জুড়েই চলে নানা অনুষ্ঠান। আজ কিস ডে তো কাল রোজ ডে। এই গোটা মাস জুড়ে প্রেমে ভেসে যান সকলে। শীত যাই যাই করে এই সময়ে। আর বাতাসে তখন থাকে হালকা মধুর প্রেম-প্রেম ভাব। সেই ভাব যেন ধরা দেয় সকলের মনে। কেউ কেউ আবার এই মাসেই নিজেদের বিয়ে সেরে নিতে চান। এই প্রেমের মাসেই বিয়ে সেরে নিলেন অভিনেত্রী শ্রীতমা রায় চৌধুরি (Sreetama Roy Chowdhury Marriage)। টলিউডের ছোট পর্দার জনপ্রিয় মুখ তিনি।
গত ১৪ ফেব্রুয়ারি ছিল নায়িকার বিয়ের(Sreetama Roy Chowdhury Marriage) আসর। নায়িকা বিয়ে করলেন নাবিক দীপঞ্জন গঙ্গোপাধ্যায়কে। সমুদ্রে অসহায় মানুষের প্রাণ বাঁচানোর জন্য কাপ্টেন দীপাঞ্জনকে বিশ্বের সেরা নাবিকের সম্মান দেওয়া হয়েছে। কিন্তু দীপঞ্জন ও শ্রীতমার মন এক হয়েছিল অনেক আগেই। এবার বিয়ে সেরে নিয়ে নিজেদের সম্পর্ককে ভালবাসার বন্ধনে বাঁধলেন দু'জনে।
advertisement
advertisement
শ্রীতমার (Sreetama Roy Chowdhury Marriage)বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের বহু তারকা। বিশেষ করে রুকমা রায়কে প্রথম থেকেই দেখা যায় তাঁর বিয়ের সব অনুষ্ঠানে অংশ নিতে। গায়ে হলুদ থেকে বিয়ের সাত পাক ঘোরা সবেতেই নায়িকাকে ঘিরে ছিলেন তাঁর টলিউড বন্ধুরা।
advertisement
advertisement
বিয়ের দিন শ্রীতমা (Sreetama Roy Chowdhury Marriage)সেজেছিলেন রানি পিঙ্কের বেনারসিতে। গলায় ভারি গয়না। গোলাপের মালা। পরিপাটি মেক-আপে একাবারে রাজকন্যা নায়িকা। মাথা ভর্তি সিঁদুর নিয়ে সেই ছবি পোস্ট করেছেন তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। শ্রীতমা শুধু বিয়ের ছবি নয়। গায়ে হলুদের সকালের একটি মিষ্টি ভিডিও শেয়ার করেছেন।
advertisement
সানগ্লাস, ফুল আর নাচে ভরিয়ে তুলেছেন গায়ে হলুদের অনুষ্ঠান। তাঁর সঙ্গীতও(Sreetama Roy Chowdhury Marriage) ছিল জমজমাট। নাচে গানে আনন্দে মেতে উঠেছেন অনেকেই। স্বামী দীপাঞ্জনের সঙ্গেও একটি মিষ্টি রোমান্টিক ভিডিও শেয়ার করেছেন তিনি। আপাতত মিটে গিয়েছে নায়িকার বিয়ে-বউভাত। এবার হনিমুনের পালা। নাবিক স্বামী এখন স্ত্রীকে নিয়ে কোথায় হনিমুনে যান, সেটাই দেখার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2022 3:38 PM IST