গান শুনে নিজে ফোন করেছিলেন লতা মঙ্গেশকর, ‘সুরের দেবীর’ কথা মনে করে আবেগতাড়িত আদনান স্বামী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
আদনানের সুর করা এই গানে তাঁর সঙ্গে গেয়েছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর৷ আদনান স্বামী একবার অনুরোধ করতেই রাজি হয়েছিলেন লতাজি
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘লিফ্ট করা দে’ হোক বা সলমানের সঙ্গে ‘ভর দো ঝোলি মেরি’, আদনান স্বামীর গান বরাবরই হিট ৷ বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কখনও সিনেমা আবারও কখনও মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি৷ কাজ করেছেন দেশের খ্যাতনামা শিল্পীদের সঙ্গেও৷ ২০০৫ সালে সলমন খানের ‘লাকি’ ছবির একটি গান ছিল ‘এক আজনবি সা এহসাস দিল কো বতায়ে’৷ আদনানের সুর করা এই গানে তাঁর সঙ্গে গেয়েছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর৷ আদনান স্বামী একবার অনুরোধ করতেই রাজি হয়েছিলেন লতাজি৷ আদনানের কথায়, ‘‘ আমি দেবীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম, সারাজীবন ঋণী থাকব৷’’
সম্প্রতি ই-টাইমস-এ দেওয়া একটি সাক্ষাৎকারে লতাজির কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন আদনান ৷ ফিরে যান সেই দিনে, যেদিন 'ক্যুইন অফ মেলোডি' নিজেই ফোন করে তাঁর একটি গানের প্রশংসা করেছিলেন ৷
advertisement
সলমন খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে একটি কাওয়ালি গেয়েছিলেন আদনান৷ তাঁর কথায় ‘‘ বজরঙ্গি ভাইজানের জন্য 'ভর দো ঝোলি মেরি' রেকর্ড করার পরই আমায় ফোন করেন লতাজি৷ লতাজি স্বয়ং মা সরস্বতীর পুনর্জন্ম, তাঁর গান শুনে বড় হয়েছি, তাঁকে আমি পুজো করি, তাঁর কাছ থেকে এমন প্রসংশা পাওয়ার মুহূর্ত আমার সারাজীবনের অন্যতম সেরা স্মৃতি।'
advertisement
লতাজির সঙ্গে দেখা করা ছিল আদনানের স্বপ্ন, ভারতে আসার পর সেই স্বপ্ন পূরণ হয়েছে। আদনানের কথায় ‘‘ লতাজি আমার সুরে গান গেয়েছেন,এটাই আমার কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য’’৷ গায়ক এও জানান, শুধু তিনিই নন, তাঁর বাবাও লতা মঙ্গেশকরের গানের বড় ভক্ত৷ লতাজির গলায় ‘ধীরে ধীরে সে আজা রে আঁখিও মে’ শুনতে শুনতে ঘুমোন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2023 9:40 PM IST