গান শুনে নিজে ফোন করেছিলেন লতা মঙ্গেশকর, ‘সুরের দেবীর’ কথা মনে করে আবেগতাড়িত আদনান স্বামী

Last Updated:

আদনানের সুর করা এই গানে তাঁর সঙ্গে গেয়েছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর৷ আদনান স্বামী একবার অনুরোধ করতেই রাজি হয়েছিলেন লতাজি

গান শুনে নিজে ফোন করেছিলেন লতা মঙ্গেশকর, ‘সুরের দেবীর’ কথা মনে করে আবেগতাড়িত আদনান স্বামী
গান শুনে নিজে ফোন করেছিলেন লতা মঙ্গেশকর, ‘সুরের দেবীর’ কথা মনে করে আবেগতাড়িত আদনান স্বামী
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘লিফ্ট করা দে’ হোক বা সলমানের সঙ্গে ‘ভর দো ঝোলি মেরি’, আদনান স্বামীর গান বরাবরই হিট ৷ বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কখনও সিনেমা আবারও কখনও মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি৷ কাজ করেছেন দেশের খ্যাতনামা শিল্পীদের সঙ্গেও৷ ২০০৫ সালে সলমন খানের ‘লাকি’ ছবির একটি গান ছিল ‘এক আজনবি সা এহসাস দিল কো বতায়ে’৷ আদনানের সুর করা এই গানে তাঁর সঙ্গে গেয়েছিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর৷ আদনান স্বামী একবার অনুরোধ করতেই রাজি হয়েছিলেন লতাজি৷ আদনানের কথায়, ‘‘ আমি দেবীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম, সারাজীবন ঋণী থাকব৷’’
সম্প্রতি ই-টাইমস-এ দেওয়া একটি সাক্ষাৎকারে লতাজির কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন আদনান ৷ ফিরে যান সেই দিনে, যেদিন 'ক্যুইন অফ মেলোডি' নিজেই ফোন করে তাঁর একটি গানের প্রশংসা করেছিলেন ৷
advertisement
সলমন খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে একটি কাওয়ালি গেয়েছিলেন আদনান৷ তাঁর কথায় ‘‘ বজরঙ্গি ভাইজানের জন্য 'ভর দো ঝোলি মেরি' রেকর্ড করার পরই আমায় ফোন করেন লতাজি৷ লতাজি স্বয়ং মা সরস্বতীর পুনর্জন্ম, তাঁর গান শুনে বড় হয়েছি, তাঁকে আমি পুজো করি, তাঁর কাছ থেকে এমন প্রসংশা পাওয়ার মুহূর্ত আমার সারাজীবনের অন্যতম সেরা স্মৃতি।'
advertisement
লতাজির সঙ্গে দেখা করা ছিল আদনানের স্বপ্ন, ভারতে আসার পর সেই স্বপ্ন পূরণ হয়েছে। আদনানের কথায় ‘‘ লতাজি আমার সুরে গান গেয়েছেন,এটাই আমার কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য’’৷ গায়ক এও জানান, শুধু তিনিই নন, তাঁর বাবাও লতা মঙ্গেশকরের গানের বড় ভক্ত৷ লতাজির গলায় ‘ধীরে ধীরে সে আজা রে আঁখিও মে’ শুনতে শুনতে ঘুমোন তিনি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
গান শুনে নিজে ফোন করেছিলেন লতা মঙ্গেশকর, ‘সুরের দেবীর’ কথা মনে করে আবেগতাড়িত আদনান স্বামী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement