অস্কারের মঞ্চে ‘কাঁপছিলেন’ রাম চরণ! কিন্তু কেন? সত্যিটা সামনে আনলেন স্ত্রী উপাসনা

Last Updated:

৯৫ তম অ্যাকডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে রামের পাশে উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁর স্ত্রী উপাসনার৷ দর্শকের চোখে এ ছিল দম্পতির প্রগাঢ় ভালবাসার প্রকাশ, কিন্তু আসল কারণ এ বার সামনে আনলেন উপাসনা

অস্কারের মঞ্চে ‘কাঁপছিলেন’ রাম চরণ! কিন্তু কেন? সত্যিটা সামনে আনলেন স্ত্রী উপাসনা
অস্কারের মঞ্চে ‘কাঁপছিলেন’ রাম চরণ! কিন্তু কেন? সত্যিটা সামনে আনলেন স্ত্রী উপাসনা
২০২৩ সালের অস্কারের মঞ্চে জয়জয়কার হয়েছে ভারতের৷ সেরা মৌলিক গানের তকমা পেয়ে ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ ইতিহাস সৃষ্টি করেছে৷ মঞ্চে যখন গানের স্রষ্টা এমএম কীরাবাণি পুরস্কার নিচ্ছেন, দর্শকাসনে তখন আনন্দের জোয়ারে ভাসছেন সস্ত্রীক পরিচালক রাজামৌলি, জুনিয়ার এনটিআর এবং রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কামিনেনি৷ ৯৫ তম অ্যাকডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে রামের পাশে উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁর স্ত্রী উপাসনার৷ দর্শকের চোখে এ ছিল দম্পতির প্রগাঢ় ভালবাসার প্রকাশ, কিন্তু আসল কারণ এ বার সামনে আনলেন উপাসনা৷
হিউম্যানস্ অফ বোম্বেকে দেওয়া একটি সাক্ষাৎকারে উপাসনা জানালেন, রামচরণ ‘রীতিমতো কাঁপছিলেন’৷ তাঁর কথায় ‘‘আমাকে ওঁর পাশে থাকতে হয়েছিল কারণ তখন ওর শরীরটা রীতিমতো কাঁপছিল৷ ওর পাশে থাকাটা জরুরি ছিল৷’’ তবে লস অ্যাঞ্জেলসের এই সফর যে তাঁদের দু'জনের জন্যই চমৎকার ছিল, এ কথা জানাতে ভোলেননি উপাসনা৷
advertisement
advertisement
বহুদিন ধরে চলেছে ‘আরআরআরে’র শ্যুটিং৷ তার মাঝেই পুরো ইউনিট যেন একটা পরিবার হয়ে উঠেছিল৷ এই পরিবারের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে গিয়েছিলেন রামের স্ত্রী উপাসনাও৷ চিরঞ্জীবীর বৌমা জানালেন ‘‘নাটু নাটু শ্যুটিংয়ের সময় ইউক্রেনে আমি ছিলাম। তার পর অস্কার পাওয়ার মুহূর্তেও আমি থেকেছি৷ আবার আমার কর্মজীবনের প্রতিটা কঠিন মুহূর্তে আমার পাশে থেকেছে রাম৷’’
advertisement
অস্কারের খুশি তো আছেই সঙ্গে আরও একটি খুশির খবরে ভাসছে রাম চরণের পুরো পরিবার৷ খুব শিগগির এই দম্পতির কোলে আসবে তাঁদের প্রথম সন্তান৷ রাম চরণের বাবা দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী নিজেই ট্যুইটারে এই খুশির খবর জানিয়েছিলেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
অস্কারের মঞ্চে ‘কাঁপছিলেন’ রাম চরণ! কিন্তু কেন? সত্যিটা সামনে আনলেন স্ত্রী উপাসনা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement