অস্কারের মঞ্চে ‘কাঁপছিলেন’ রাম চরণ! কিন্তু কেন? সত্যিটা সামনে আনলেন স্ত্রী উপাসনা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
৯৫ তম অ্যাকডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে রামের পাশে উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁর স্ত্রী উপাসনার৷ দর্শকের চোখে এ ছিল দম্পতির প্রগাঢ় ভালবাসার প্রকাশ, কিন্তু আসল কারণ এ বার সামনে আনলেন উপাসনা
২০২৩ সালের অস্কারের মঞ্চে জয়জয়কার হয়েছে ভারতের৷ সেরা মৌলিক গানের তকমা পেয়ে ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ ইতিহাস সৃষ্টি করেছে৷ মঞ্চে যখন গানের স্রষ্টা এমএম কীরাবাণি পুরস্কার নিচ্ছেন, দর্শকাসনে তখন আনন্দের জোয়ারে ভাসছেন সস্ত্রীক পরিচালক রাজামৌলি, জুনিয়ার এনটিআর এবং রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা কামিনেনি৷ ৯৫ তম অ্যাকডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে রামের পাশে উজ্জ্বল উপস্থিতি ছিল তাঁর স্ত্রী উপাসনার৷ দর্শকের চোখে এ ছিল দম্পতির প্রগাঢ় ভালবাসার প্রকাশ, কিন্তু আসল কারণ এ বার সামনে আনলেন উপাসনা৷
হিউম্যানস্ অফ বোম্বেকে দেওয়া একটি সাক্ষাৎকারে উপাসনা জানালেন, রামচরণ ‘রীতিমতো কাঁপছিলেন’৷ তাঁর কথায় ‘‘আমাকে ওঁর পাশে থাকতে হয়েছিল কারণ তখন ওর শরীরটা রীতিমতো কাঁপছিল৷ ওর পাশে থাকাটা জরুরি ছিল৷’’ তবে লস অ্যাঞ্জেলসের এই সফর যে তাঁদের দু'জনের জন্যই চমৎকার ছিল, এ কথা জানাতে ভোলেননি উপাসনা৷
advertisement
advertisement
বহুদিন ধরে চলেছে ‘আরআরআরে’র শ্যুটিং৷ তার মাঝেই পুরো ইউনিট যেন একটা পরিবার হয়ে উঠেছিল৷ এই পরিবারের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে গিয়েছিলেন রামের স্ত্রী উপাসনাও৷ চিরঞ্জীবীর বৌমা জানালেন ‘‘নাটু নাটু শ্যুটিংয়ের সময় ইউক্রেনে আমি ছিলাম। তার পর অস্কার পাওয়ার মুহূর্তেও আমি থেকেছি৷ আবার আমার কর্মজীবনের প্রতিটা কঠিন মুহূর্তে আমার পাশে থেকেছে রাম৷’’
advertisement
অস্কারের খুশি তো আছেই সঙ্গে আরও একটি খুশির খবরে ভাসছে রাম চরণের পুরো পরিবার৷ খুব শিগগির এই দম্পতির কোলে আসবে তাঁদের প্রথম সন্তান৷ রাম চরণের বাবা দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবী নিজেই ট্যুইটারে এই খুশির খবর জানিয়েছিলেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2023 9:07 PM IST