Aditya Roy Kapoor-Ananya Panday: বিদেশের রাস্তায় অনন্যাকে জড়িয়ে আদিত্য! প্রেমের গুঞ্জনে কি তবে শিলমোহর পড়ল
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Aditya Roy Kapoor-Ananya Panday: মুম্বই থেকে আপাতত অনেকটা দূরে অনন্যা-আদিত্য। লিসবনে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন নায়ক-নায়িকা।
কলকাতা: শহুরে ব্যস্ততা থেকে অনেকটা দূরে তাঁরা। দেশের বাইরে একসঙ্গে অবসর যাপন। যা এত দিন শুধুই গুঞ্জন ছিল, তাতেই যেন শিলমোহর পড়ল। আদিত্য রায় কাপুর এবং অনন্যা পাণ্ডের প্রেমের আখ্যান এ বার প্রকাশ্যে। বিদেশে একসঙ্গে ছুটি কাটাতে গিয়ে লেন্সবন্দি তাঁরা।
মুম্বই থেকে আপাতত অনেকটা দূরে অনন্যা-আদিত্য। পোর্তুগালের লিসবনে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন নায়ক-নায়িকা। তাঁদের একান্ত মুহূর্তের সেই ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।আদিত্যর পরনে কালো টি শার্ট আর ক্যাপরি। অনন্যা পরেছেন কালো রঙের ম্যাক্সি ড্রেস। চেনা শহরের ভিড় থেকে দূরে বিদেশের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। অনন্যাকে জড়িয়ে স্কাইলাইনে চোখ রেখেছেন আদিত্য। আবার অনুরাগীদের আবদারে তাঁদের সঙ্গে ছবিও তুলেছে দু’জনে।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন-পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে! তাও কেন ধর্মেন্দ্রর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না, মুখ খুললেন হেমা
গত বছর থেকে দু’জনের ঘনিষ্ঠতার গুঞ্জনে উত্তাল ছিল বলিউড। হাতে হাত রেখে নির্দ্বিধায় ইতিউতি পৌঁছেও যেতেন তাঁরা। তবে দু’জনেই প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। তবে এই ছবিগুলি প্রকাশ্যে আসতেই সেই গুঞ্জনকে এক প্রকার সত্যি বলে ধরে নিয়েছেন অনুরাগীরা।
advertisement
আদিত্যর সঙ্গে সম্পর্কে থাকলেও এখনই সাতপাক ঘোরার কথা ভাবছেন না অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, এখন তাঁর বয়স খুবই অল্প। এই মুহূর্তে বিয়ের কথা ভাবছেন না তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2023 7:55 PM IST