Nargis Fakhri: 'সমকামী হলেও নগ্ন হতে পারব না', নার্গিসের মন্তব্যে তোলপাড় বি-টাউনে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Nargis Fakhri: এক সাক্ষাৎকারে নার্গিস বলেন, ওটিটি-তে প্রায় সব ধরনের চরিত্রই এক্সপেরিমেন্ট করতে চাই৷ সমকামী চরিত্রে অভিনয় করতে কোনও সমস্যা নেই৷ তবে পর্দায় কোনওদিন নগ্ন হতে পারব না৷
advertisement
advertisement
advertisement
এক সাক্ষাৎকারে নার্গিস বলেন, ওটিটি-তে প্রায় সব ধরনের চরিত্রই এক্সপেরিমেন্ট করতে চাই৷ সমকামী চরিত্রে অভিনয় করতে কোনও সমস্যা নেই৷ তবে পর্দায় কোনওদিন নগ্ন হতে পারব না৷ এই একটি বিষয়ে গুরুতর আপত্তি রয়েছে৷ নতুন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে চাই৷ ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই মন্তব্য৷নার্গিসের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়েছে৷
advertisement
মডেলিং দিয়েই কেরিয়ার শুরু করেন নার্গিস৷ আমেরিকা'জ নেক্সট সুপার মডেল হিসেবে মনোনীত হয় নার্গিস৷ তারপরই আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য মোটা টাকা পারিশ্রমিকের বিনিময়ে ফোটোশ্যুটের প্রস্তাব পান৷ সেখানেও একটা শর্ত ছিল নগ্ন হতে হবে৷ তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন নার্গিস৷ কেরিয়ারের শুরুতে নিজেকে করা প্রতিজ্ঞা ভাঙতে চান না নার্গিস৷