Hema-Dharmendra: পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে! তাও কেন ধর্মেন্দ্রর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না, মুখ খুললেন হেমা

Last Updated:
Hema-Dharmendra: ভালবেসে বিয়ে করলেও এক ছাদের তলায় থাকেন না হেমা মালিনী ও ধর্মেন্দ্র৷ এই নিয়ে জলঘোলা কম হয়নি৷ কিন্তু কেন? এবার প্রকাশ্যেই মুখ খুললেন ড্রিম গার্ল৷
1/6
বলিউডের জনপ্রিয় জুটি হেমা মালিনী ও ধর্মেন্দ্রকে চর্চা যেন দিনদিন বেড়েই যাচ্ছে৷ পরিবারের বিরুদ্ধে গিয়ে বিবাহিত ও দুই সন্তানের বাবার গলায় মালা দিয়েছিলেন হেমা, আর সেই স্বামীর সঙ্গে নাকি থাকেন না অভিনেত্রী৷
বলিউডের জনপ্রিয় জুটি হেমা মালিনী ও ধর্মেন্দ্রকে চর্চা যেন দিনদিন বেড়েই যাচ্ছে৷ পরিবারের বিরুদ্ধে গিয়ে বিবাহিত ও দুই সন্তানের বাবার গলায় মালা দিয়েছিলেন হেমা, আর সেই স্বামীর সঙ্গে নাকি থাকেন না অভিনেত্রী৷
advertisement
2/6
 ভালবেসে বিয়ে করলেও এক ছাদের তলায় থাকেন না হেমা মালিনী ও ধর্মেন্দ্র৷ এই নিয়ে জলঘোলা কম হয়নি৷ কিন্তু কেন? এবার প্রকাশ্যেই মুখ খুললেন ড্রিম গার্ল৷
ভালবেসে বিয়ে করলেও এক ছাদের তলায় থাকেন না হেমা মালিনী ও ধর্মেন্দ্র৷ এই নিয়ে জলঘোলা কম হয়নি৷ কিন্তু কেন? এবার প্রকাশ্যেই মুখ খুললেন ড্রিম গার্ল৷
advertisement
3/6
 সম্প্রতি এক সাক্ষাৎকারে হেমাকে নারীবাদের প্রতীক বলা হয়৷ কারণ তিনি তার নিজের বাড়িতে আগেও থাকতেন এবং থাকেন৷ আর ধর্মেন্দ্র থাকেন তার নিজের বাড়িতে৷
সম্প্রতি এক সাক্ষাৎকারে হেমাকে নারীবাদের প্রতীক বলা হয়৷ কারণ তিনি তার নিজের বাড়িতে আগেও থাকতেন এবং থাকেন৷ আর ধর্মেন্দ্র থাকেন তার নিজের বাড়িতে৷
advertisement
4/6
 প্রশ্ন শুনেই হেমা হেসে বলেন,  আসলে এমনটা কেউই চায় না৷ এটা অনেকসময় ঘটে যায়৷ তবে যেটা হয়, সেটা আপনাকে মেনে নিতেই হবে৷ অন্যথায় কেউ এটা বুঝবেন না যে তারা জীবনে এভাবে বাঁচতে চায় না৷
প্রশ্ন শুনেই হেমা হেসে বলেন, আসলে এমনটা কেউই চায় না৷ এটা অনেকসময় ঘটে যায়৷ তবে যেটা হয়, সেটা আপনাকে মেনে নিতেই হবে৷ অন্যথায় কেউ এটা বুঝবেন না যে তারা জীবনে এভাবে বাঁচতে চায় না৷
advertisement
5/6
হেমা মালিনী আরও বলেন, প্রতিটা নারীই চায় যে একটা স্বাভাবিক পরিবারের মতো তার স্বামী, সন্তান হোক৷ কিন্তু কোথাও যেন এই সম্পর্কটা সবকিছুর বাইরে চলে গিয়েছে৷
হেমা মালিনী আরও বলেন, প্রতিটা নারীই চায় যে একটা স্বাভাবিক পরিবারের মতো তার স্বামী, সন্তান হোক৷ কিন্তু কোথাও যেন এই সম্পর্কটা সবকিছুর বাইরে চলে গিয়েছে৷
advertisement
6/6
হেমা মালিনী আরও বলেন, এতে কোনও খারাপ অনুভূতি নেই৷ এমনকী এটা নিয়ে কোনও দুঃখপ্রকাশও আমি করছি  না৷ আমি নিজেকে এবং আমার সন্তানদের নিয়ে খুশি৷ আমার দুই সন্তানকে খুব ভাল করে মানুষ করেছি৷ ধর্মেন্দ্র সবসময়েই আমার সঙ্গে ছিলেন৷ তিনি বাচ্চাদের বিয়ে নিয়েও চিন্তিত ছিলেন৷ তবে সঠিক সময়ে সবকিছু ভালই হয়েছে৷
হেমা মালিনী আরও বলেন, এতে কোনও খারাপ অনুভূতি নেই৷ এমনকী এটা নিয়ে কোনও দুঃখপ্রকাশও আমি করছি না৷ আমি নিজেকে এবং আমার সন্তানদের নিয়ে খুশি৷ আমার দুই সন্তানকে খুব ভাল করে মানুষ করেছি৷ ধর্মেন্দ্র সবসময়েই আমার সঙ্গে ছিলেন৷ তিনি বাচ্চাদের বিয়ে নিয়েও চিন্তিত ছিলেন৷ তবে সঠিক সময়ে সবকিছু ভালই হয়েছে৷
advertisement
advertisement
advertisement