অর্থ, খাবার থেকে টিকা, যশরাজ ফিল্মসের সুবর্ণজয়ন্তী উদযাপন-ব্যয় আদিত্য চোপড়া দান করলেন কোভিড ত্রাণে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
২০২০ সালে ৫০ তম বর্ষ পূর্ণ করেছে যশরাজ ফিল্মস ৷ চোপড়া পরিবারের পরিকল্পনা ছিল এই মাইলফলক বর্ষ সারা পৃথিবীজুড়ে উদযাপিত করার ৷ কিন্তু অতিমারিতে দেশের পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় ৷
মুম্বই: অতিমারির দ্বিতীয় ঢেউয়ে দেশ বিপর্যস্ত ৷ সমাজের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামীরা এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন আর্তদের ৷ সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন আদিত্য চোপড়া ৷ যশ রাজ ফিল্মসের সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে যে অর্থ বরাদ্দ ছিল, তার সবই তিনি দান করলেন কোভিড ত্রাণে ৷ টিনসেল টাউনে চলচ্চিত্র শিল্প মহল এবং তার সঙ্গে জড়িত দৈনিক উপায়ীদের কল্যাণপ্রকল্পে ব্যবহার করা হবে ওই টাকা ৷
২০২০ সালে ৫০ তম বর্ষ পূর্ণ করেছে যশরাজ ফিল্মস ৷ চোপড়া পরিবারের পরিকল্পনা ছিল এই মাইলফলক বর্ষ সারা পৃথিবীজুড়ে উদযাপিত করার ৷ কিন্তু অতিমারিতে দেশের পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয় ৷
পাশাপাশি, নামী এই প্রযোজনা সংস্থা বিনামূল্যে রান্না করা খাবারের যোগান দেবে গোরেগাঁওয়ের কয়েক হাজার কোভিডযোদ্ধাকে ৷ এ ছাড়া অন্ধেরীতে যাঁরা এই পরিস্থিতিতে নিভৃতবাসে আছেন, তাঁদেরকেও খাবার পৌঁছে দেবে যশরাজের স্টুডিয়ো ৷ ছবির জগতের সঙ্গে যুক্ত অগণিত মানুষের হাতে অর্থসাহায্যও পৌঁছে দেওয়া হবে ৷
advertisement
advertisement
এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নেওয়া হয়েছে আরও দুটি উদ্যোগ ৷ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মহিলা ও প্রবীণদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দেওয়া হবে পাঁচ হাজার টাকা ৷ এ ছাড়াও ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত পরিবারদের কাছে এক মাস ধরে রেশন পৌঁছে দেওয়ার কথাও ভাবা হয়েছে ৷
মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নথিভুক্ত তিরিশ হাজার পরিবারের জন্য টিকা কিনতে চেয়ে সম্প্রতি সরকারের কাছে আবেদনও করেছিল যশরাক ফিল্মস৷ সেইসঙ্গে এই সংস্থা জানিয়েছে, সকল কর্মীদের টিকা নেওয়া সংক্রান্ত সব খরচ তারা বহন করতে চায় ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2021 6:21 PM IST