কলকাতা : গায়িকা তথা বিধায়ক অদিতি মুন্সীর (Aditi Munshi ) জন্মদিন ছিল বৃহস্পতিবার ৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইল জুড়ে শুভেচ্ছা ও অভিন্দনের স্রোত ৷ বাড়িতেও তাঁর জন্য অপেক্ষা করছিল চমক ৷ সারা বাড়ি বেলুন দিয়ে সাজানো হয়েছিল ৷ মধ্যরাতে কেক কাটার পর উড়িয়ে দেওয়া হল লাল বেলুন ৷
তার পরও বাকি ছিল উদযাপন ৷ শুক্রবার অদিতি গিয়েছিলেন মধ্যমগ্রামের একটি বিশেষ সংস্থায় ৷ সেখানে তিনি সময় কাটান শিশু ও কিশোরদের মাঝে ৷ বলেন, সেটাই তাঁর ‘আনন্দের ভাণ্ডার’ ৷ সেখানেও সব শিশু ও কিশোর তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানায় ৷ গায়িকা বলেন, ওদের মাঝে সময় কাটাতে তাঁর ভাল লাগে ৷
মূলত কীর্তনসঙ্গীত গায়িকা অদিতি অন্য ধারার গানও করেন ৷ বাড়িতে কীর্তনের আসর থেকেই তাঁর গান শেখার সূত্রপাত ৷ কীর্তন নিয়েই করেন উচ্চশিক্ষা ৷ পরে রিয়্যালিটি শো-এর পারফরম্যান্সে তিনি নজর কেড়ে নেন ৷ শো-এর বিজয়িনী হতে না পারলেও জনপ্রিয়তার মাপকাঠিতে তিনি মন জয় করে নেন দর্শক শ্রোতাদের ৷
২০১৮ সালে অদিতি বিয়ে করেন রাজনীতিক দেবরাজ চক্রবর্তীকে ৷ কিছু মাস আগে রাজনীতিতে যোগ দেন অদিতিও ৷ তৃণমূলে যোগ দিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ ৷ এ বছর বিধানসভা নির্বাচনে রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে অদিতি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র শমীক ভট্টাচার্যকে পরাজিত করেন ৷
বিধায়ক হিসেবে কোভিড যুদ্ধে তিনি ছিলেন এলাকাবাসীর পাশে ৷ তাঁর উদ্যোগে কৈখালিতে তৈরি হয়েছিল সেফ হোম ৷
নির্বাচন মিটে গেলেই নাকি তারকাপ্রার্থীদের আর দেখা যায় না জনতার প্রয়োজনে--এই অভিযোগ বহু দিন ধরেই বাংলার রাজনৈতিক দুনিয়ার সঙ্গী ৷ পুরনো এই অভিযোগ খণ্ডনের পথে প্রথম থেকেই পা রেখেছেন অদিতি মুন্সী ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aditi Munshi