Adipurush: মুক্তির আগেই 'আদিপুরুষ'-এর ভাঁড়ারে ৪৩২ কোটি! কী ভাবে সম্ভব, জেনে নিন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Adipurush: জানা গিয়েছে, ৫০০ কোটি টাকার বাজেটে ছবিটি তৈরি হয়েছে। তার মধ্যে ৪৩২ কোটি টাকা ইতিমধ্যেই তুলে ফেলেছেন নির্মাতারা।
কলকাতা: অপেক্ষার মাত্র কয়েক দিন। মুক্তি পাবে ‘আদিপুরুষ’। শুরু থেকেই এই ছবিকে ঘিরে বিতর্ক ছিল বিস্তর। সইফ আলি খানের লুক নিয়েও বয়েছিল নিন্দার ঝড়। ছবিতে ব্যবহৃত অ্যানিমেশন নিয়েও হাসির রসদ জুগিয়েছিল অনেককেই। কিন্তু জানেন কি, মুক্তির আগেই ৪৩২ টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি?
জানা গিয়েছে, ৫০০ কোটি টাকার বাজেটে ছবিটি তৈরি করেছেন ওম রাউত। তার মধ্যে ৪৩২ কোটি টাকা ইতিমধ্যেই তুলে ফেলেছেন নির্মাতারা। ছবিটি থিয়েটারে মুক্তি পাওয়ার আগেই স্যাটেলাইট স্বত্ব, গানের স্বত্ব, ডিজিটাল স্বত্ব বিক্রি করেই ২৪৭ কোটি টাকা তুলে ফেলেছে। এ ছাড়াও দক্ষিণের প্রেক্ষাগৃহগুলি থেকে ১৮৫ কোটি টাকার আগাম নিশ্চয়তা পেয়ে গিয়েছেন নির্মাতা।
advertisement
আরও পড়ুন-সর্বনাশ হয়ে গেল পরীমণির! অন্য মহিলার সঙ্গে স্বামীর গোপন ভিডিও ফাঁস হতেই তোলপাড়! এবার কী হবে?
advertisement
বক্স অফিসের হিসেবনিকেশ বলছে, মুক্তির প্রথম তিন দিনের মধ্যে শুধু ছবির হিন্দি সংস্করণের ঝুলিতেই আসবে ১০০ কোটি। সুতরাং এই ছবি যে সাফল্যের মুখ দেখবে, এমনটাই মনে করছেন বাণিজ্য বিশেষজ্ঞরা।
advertisement
‘আদিপুরুষ’ -এ রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর আধারিত এই ছবি ১৬ জুন মুক্তি পাবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 2:10 PM IST