সব শেষ! হাউহাউ করে কাঁদছে বিনোদন দুনিয়া... এ কী হল! ৩৩ বছরেই আচমকা মৃত্যু এই নায়িকার, কারণ জানেন?

Last Updated:

অভিনেত্রী কেলি ম্যাক, যিনি দ্য ওয়াকিং ডেডে অভিনয় করেছেন, ২ আগস্ট, ২০২৫ সিনসিনাটিতে গ্লিওমা রোগে ৩৩ বছর বয়সে মারা যান. তার স্মরণসভা ১৬ আগস্ট ওহাইওর গ্লেনডেলে অনুষ্ঠিত হবে.

News18
News18
প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী কেলি ম্যাক। দ্য ওয়াকিং ডেডের মতো শোতে অভিনয় করা এই নায়িকা বিশ্বজুড়ে সমাদৃত। চলচ্চিত্র, টিভি সিরিজ এবং বিজ্ঞাপনে একাধিক ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সূত্রের খবর গত শনিবার  মাত্র ৩৩ বছর বয়সে মারা যান তিনি। সিনসিনাটিতে গ্লিওমা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
ম্যাকের পরিবার একটি ইনস্টাগ্রাম পোস্টে জানায়, “গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় কেলির মৃত্যুর খবর ঘোষণা করছি। এত উজ্জ্বল, প্রাণবন্ত মেয়েটা পরলোকে চলে গেল। যেখানে হয়তো আমাদের সকলকে একদিন যেতে হবে। তাঁর অভাব ভাষায় প্রকাশ করা যাবে না।”
advertisement
advertisement
ম্যাক লেখক-প্রযোজক স্টিফেন পোর্টল্যান্ডের আসন্ন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ইউনিভার্সালের নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছিলেন তিনি। যেখানে তিনিও অভিনয় করেছেন। তিনি ২০১৫ সালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পজিটিভ লিখেছেন, পরিচালনা করেছেন এবং সম্পাদনা করেছেন। ২০১৪ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য কিংডমের চিত্রগ্রাহক ছিলেন তিনি। ১৬ অগাস্ট দুপুর ১টায় ওহাইওর গ্লেনডেলের গ্লেনডেল লাইসিয়ামে তাঁর স্মরণসভা অনুষ্ঠিত হবে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
সব শেষ! হাউহাউ করে কাঁদছে বিনোদন দুনিয়া... এ কী হল! ৩৩ বছরেই আচমকা মৃত্যু এই নায়িকার, কারণ জানেন?
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement