Archana Puran Singh: ছবির সেটে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অর্চনা পূরণ সিং! কেমন আছেন এখন?
- Reported by:Trending Desk
- trending-desk
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Archana Puran Singh: মুম্বইয়ের বিরারে চলছিল একটি প্রোজেক্টের শ্যুটিং। ভোর ৫টা নাগাদ ভোরের একটি দৃশ্যের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সেই সময় পড়ে যান তিনি।
মুম্বই: শ্যুটিং চলাকালীন সম্প্রতি এক ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েছেন অভিনেত্রী অর্চনা পুরণ সিং। বাণিজ্যনগরী মুম্বইয়ের বিরারে চলছিল একটি প্রোজেক্টের শ্যুটিং। ভোর ৫টা নাগাদ ভোরের একটি দৃশ্যের শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। সেই সময় পড়ে যান তিনি। যার ফলে জখম হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে ভিলে পার্লের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অর্চনার কব্জিতে ফ্র্যাকচার হয়েছে। তাই অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর।
আরও পড়ুন: বলি নায়িকার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সিরাজ! খবর প্রকাশ্যে আসতেই হইচই, জানেন কোন অভিনেত্রী?
নিজের সাম্প্রতিক ভ্লগে অর্চনা এই ঘটনা বিস্তারিতভাবে জানিয়েছেন। এমনকি নিজের পরিবারের প্রতিক্রিয়াও তুলে ধরেছেন তিনি। এই দুর্ঘটনার কথা অর্চনার পুত্র আয়ুষ্মান নিজের ভাই আর্যমানকে বলেছিলেন। মায়ের চোটের কথা শুনে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলেন তিনি। কোনওরকমে চোখের জল ধরে রেখেছিলেন। আর্যমান জানতে পারেন যে, তাঁর মায়ের মুখে কালশিটে পড়ে গিয়েছে। অর্চনার স্বামী প্রমিত শেঠি পরে জানান যে, ফ্র্যাকচারের কারণে অর্চনার কব্জিতে একটি তার ঢোকাতে হয়েছে চিকিৎসকদের।
advertisement
advertisement
ইনস্টাগ্রামে নিজের স্বাস্থ্য সংক্রান্ত একটি আপডেট পোস্ট করেছেন অর্চনা নিজেই। হাসপাতালের সেই ভিডিওতে নিজের চোটও দেখিয়েছেন অভিনেত্রী। অর্চনা লিখেছেন যে, “যা হয়, তা ভালর জন্যই হয়… আমি এটা বিশ্বাস করার চেষ্টা করছি… বরাবরের মতো ইতিবাচক থাকার চেষ্টা করছি।”
advertisement
একই ভ্লগে অর্চনা নিজের সার্জারির বিষয়টাও তুলে ধরেছেন। পড়ে যাওয়ার জেরে অভিনেত্রীর ঠোঁটের কাছে চোট লেগেছে। জায়গাটা ফুলেও গিয়েছে। চোটের পরিমাণ নিয়ে অবিশ্বাসও প্রকাশ করেছেন তিনি। যদিও এত সবকিছু সত্ত্বেও দৃঢ় সঙ্কল্প প্রদর্শন করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন যে, খুব শীঘ্রই শ্যুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। অর্চনার কথায়, “মাঝপথে শ্যুটিং ছেড়ে যাওয়ার জন্য আমি রাজকুমার রাও-কে ফোন করে ওঁর কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি। আমি আজ রাতেই ফিরছি। কারণ নাহলে প্রোডাকশনকে প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হবে।”
advertisement
এত চোট পেয়েও কীভাবে যে অর্চনা শ্যুট সামলাবেন, সেই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বামী পরমিত শেঠি। কিন্তু অর্চনা ব্যাখ্যা করে জানিয়েছেন যে, ভেঙে যাওয়া হাত ঢাকার জন্য তিনি ফুল-স্লিভড আউটফিট পরে থাকবেন। শুধু তা-ই নয়, প্রযোজক দল অর্চনা আশ্বস্ত করে জানিয়েছে যে, কম শিডিউলেই তাঁকে দিয়ে কাজ করানো হবে। প্রতিদিন শুধুমাত্র তিন ঘণ্টার জন্যই শ্যুটিং করবেন তিনি। এহেন দুর্ঘটনা সত্ত্বেও কাজের প্রতি অর্চনার অঙ্গীকার অটুট রয়েছে। যা সত্যিই প্রশংসনীয়!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2025 9:26 PM IST










