Anushka Shetty: 'আমি তোমাকে ভালবাসি', শুনেই সটান 'হ্যাঁ', তারপরই..., এতদিনে মুখ খুললেন অনুষ্কা শেঠি, তোলপাড় নেটদুনিয়া

Last Updated:

Anushka Shetty Love Story: অনুষ্কা শেঠি এখনও কেন বিয়ে করছেন না, তা এক রহস্য হয়ে থেকে গিয়েছে। এবার জীবনের ভালবাসা নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন অনুষ্কা শেঠি।

ছায়াছবির রুপোলি পর্দায় অনেক সুন্দরী শিক্ষিকা দেখা গিয়েছে, কেউই তা অস্বীকার করবেন না। ইজাজত ছবির রেখা হন বা ম্যায় হুঁ না ছবির সুস্মিতা সেন, এই শিক্ষিকারা ভিড়ের মধ্যে পুরোপুরি আলাদা। তবে, কোনও শিক্ষিকা চলচ্চিত্রের নায়িকা হয়ে উঠেছেন, তাও আবার প্রথম সারির, এমনটা বড় একটা শোনা যায় না!কথা হচ্ছে অনুষ্কা শেঠিকে নিয়ে। দক্ষিণ ভারতীয় ছবির নায়িকা তিনি। তাঁর অন্য ছবি কেউ দেখুন আর না-ই দেখুন, বাহুবলী ফ্র্যাঞ্চাইজির দুটো ছবির সূত্রে তিনি এখন ভারত জুড়ে বিখ্যাত, মুছে গিয়েছে উত্তর আর দক্ষিণের বিভাজনরেখা।
ছায়াছবির রুপোলি পর্দায় অনেক সুন্দরী শিক্ষিকা দেখা গিয়েছে, কেউই তা অস্বীকার করবেন না। ইজাজত ছবির রেখা হন বা ম্যায় হুঁ না ছবির সুস্মিতা সেন, এই শিক্ষিকারা ভিড়ের মধ্যে পুরোপুরি আলাদা। তবে, কোনও শিক্ষিকা চলচ্চিত্রের নায়িকা হয়ে উঠেছেন, তাও আবার প্রথম সারির, এমনটা বড় একটা শোনা যায় না!কথা হচ্ছে অনুষ্কা শেঠিকে নিয়ে। দক্ষিণ ভারতীয় ছবির নায়িকা তিনি। তাঁর অন্য ছবি কেউ দেখুন আর না-ই দেখুন, বাহুবলী ফ্র্যাঞ্চাইজির দুটো ছবির সূত্রে তিনি এখন ভারত জুড়ে বিখ্যাত, মুছে গিয়েছে উত্তর আর দক্ষিণের বিভাজনরেখা।
যে কোনও ছবির জগতই প্রেমের কারখানা বললে বড় একটা ভুল হবে না। সুপুরুষ এবং সুন্দরীরা সেখানে পরস্পরের সঙ্গে কাজ করেন, রসায়ন তৈরি হয় রুপোলি পর্দায় এবং তার বাইরেও, এক সময়ে অনেক জুটিকে ছাদনাতলা পর্যন্তও যেতে দেখা যায়। কিন্তু অনুষ্কা শেঠি এখনও কেন বিয়ে করছেন না, তা এক রহস্য হয়ে থেকে গিয়েছে।
কোনও দ্বিমত নেই যে অনুষ্কা শেঠি তাঁর প্রতিভা এবং সৌন্দর্য দিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমায় বিপ্লব এনেছেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি একজন তারকা অভিনেত্রী হয়ে উঠেছেন। সুপারস্টার অভিনেতাদের সঙ্গে অভিনয় করে অনুষ্কা ভক্তদের মধ্যে একটি বিশেষ স্থান অর্জন করেছেন। তিনি রজনীকান্ত, বিজয়, নাগার্জুন, প্রভাস, আল্লু অর্জুন এবং আরও অনেকের সঙ্গে অভিনয় করেছেন।
advertisement
আরও পড়ুন-হাঁটুর বয়সি পুরুষই কি মালাইকার নতুন প্রেমিক? পেশায় নাকি হিরে ব্যবসায়ী, কে এই ‘মিস্ট্রি ম্যান’? চিনে নিন
২০০৫ সালে তেলুগু ছবি ‘সুপার’-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন অনুষ্কা শেঠি। মাধবন অভিনীত ‘রেন্দু’ ছবির মাধ্যমে তামিল দর্শকদের সঙ্গে নায়িকার পরিচয় হয়।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তিশালী…! শুক্রের দুরন্ত চালে কাঁপবে দুনিয়া, মীন-সহ ৩ রাশির লটারি, বিপুল ধনবর্ষা, বছরভর টাকা গুনে শেষ হবে না
রজনীকান্তের সঙ্গে ‘লিঙ্গা’, বিজয়ের সঙ্গে ‘ভেত্তাইকরণ’ এবং সুরিয়ার সঙ্গে ‘সিংহম’-এর মতো শীর্ষস্থানীয় প্রজেক্টে অভিনয় করা অনুষ্কা ‘অরুন্ধতী’ ছবির মাধ্যমে একটি অনন্য পরিচয় পেয়েছিলেন। এছাড়াও, ‘ইঞ্জি ইদুপ্পাঝাগি’ ছবিতে অনুষ্কা এমন একটি প্রচেষ্টা করেছিলেন যা কোনও অভিনেত্রী চট করে করতে চাইবেন না। ওজন বাড়ানোর পরে তিনি অভিনয় করেছিলেন। যদিও ছবিটি সফল হয়নি, তাঁর অভিনয় এবং তাঁর চরিত্রটি প্রশংসিত হয়েছিল।
advertisement
৪৩ বছর বয়সী অভিনেত্রী অনুষ্কা এখনও বিয়ে করেননি। গুঞ্জন ছিল যে তিনি অভিনেতা প্রভাসকে বিয়ে করতে চলেছেন। দু’জনের মধ্যে বন্ধুত্বও ছিল বলে জানাও গিয়েছে। এবার জীবনের ভালবাসা নিয়ে অনুষ্কা সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তাঁর প্রথম প্রেমপ্রস্তাবের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
অনুষ্কা বলেছেন, ‘আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। সেই সময় একটা ছেলে আমার কাছে এসে বলল, আমি তোমাকে ভালবাসি। সেই বয়সে আমি এর অর্থও জানতাম না। কিন্তু যখন ছেলেটি এটা বলল, আমি বললাম ঠিক আছে।’
advertisement
‘বাহুবলী ১’ এবং ‘বাহুবলী ২’ ছবি দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়ে তোলা নায়িকা অনুষ্কার এখনও কোনও বড় ছবি মুক্তি পায়নি। দীর্ঘ বিরতির পর তিনি ‘মিস শেঠি মিস্টার বালি শেঠি’ ছবিতে অভিনয় করেছেন। উল্লেখ্য, তাঁর সাম্প্রতিক ছবি ‘ঘাটি’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anushka Shetty: 'আমি তোমাকে ভালবাসি', শুনেই সটান 'হ্যাঁ', তারপরই..., এতদিনে মুখ খুললেন অনুষ্কা শেঠি, তোলপাড় নেটদুনিয়া
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement