Anushka Shetty: 'আমি তোমাকে ভালবাসি', শুনেই সটান 'হ্যাঁ', তারপরই..., এতদিনে মুখ খুললেন অনুষ্কা শেঠি, তোলপাড় নেটদুনিয়া
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Anushka Shetty Love Story: অনুষ্কা শেঠি এখনও কেন বিয়ে করছেন না, তা এক রহস্য হয়ে থেকে গিয়েছে। এবার জীবনের ভালবাসা নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন অনুষ্কা শেঠি।
যে কোনও ছবির জগতই প্রেমের কারখানা বললে বড় একটা ভুল হবে না। সুপুরুষ এবং সুন্দরীরা সেখানে পরস্পরের সঙ্গে কাজ করেন, রসায়ন তৈরি হয় রুপোলি পর্দায় এবং তার বাইরেও, এক সময়ে অনেক জুটিকে ছাদনাতলা পর্যন্তও যেতে দেখা যায়। কিন্তু অনুষ্কা শেঠি এখনও কেন বিয়ে করছেন না, তা এক রহস্য হয়ে থেকে গিয়েছে।
কোনও দ্বিমত নেই যে অনুষ্কা শেঠি তাঁর প্রতিভা এবং সৌন্দর্য দিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমায় বিপ্লব এনেছেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি একজন তারকা অভিনেত্রী হয়ে উঠেছেন। সুপারস্টার অভিনেতাদের সঙ্গে অভিনয় করে অনুষ্কা ভক্তদের মধ্যে একটি বিশেষ স্থান অর্জন করেছেন। তিনি রজনীকান্ত, বিজয়, নাগার্জুন, প্রভাস, আল্লু অর্জুন এবং আরও অনেকের সঙ্গে অভিনয় করেছেন।
advertisement
আরও পড়ুন-হাঁটুর বয়সি পুরুষই কি মালাইকার নতুন প্রেমিক? পেশায় নাকি হিরে ব্যবসায়ী, কে এই ‘মিস্ট্রি ম্যান’? চিনে নিন
২০০৫ সালে তেলুগু ছবি ‘সুপার’-এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন অনুষ্কা শেঠি। মাধবন অভিনীত ‘রেন্দু’ ছবির মাধ্যমে তামিল দর্শকদের সঙ্গে নায়িকার পরিচয় হয়।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তিশালী…! শুক্রের দুরন্ত চালে কাঁপবে দুনিয়া, মীন-সহ ৩ রাশির লটারি, বিপুল ধনবর্ষা, বছরভর টাকা গুনে শেষ হবে না
রজনীকান্তের সঙ্গে ‘লিঙ্গা’, বিজয়ের সঙ্গে ‘ভেত্তাইকরণ’ এবং সুরিয়ার সঙ্গে ‘সিংহম’-এর মতো শীর্ষস্থানীয় প্রজেক্টে অভিনয় করা অনুষ্কা ‘অরুন্ধতী’ ছবির মাধ্যমে একটি অনন্য পরিচয় পেয়েছিলেন। এছাড়াও, ‘ইঞ্জি ইদুপ্পাঝাগি’ ছবিতে অনুষ্কা এমন একটি প্রচেষ্টা করেছিলেন যা কোনও অভিনেত্রী চট করে করতে চাইবেন না। ওজন বাড়ানোর পরে তিনি অভিনয় করেছিলেন। যদিও ছবিটি সফল হয়নি, তাঁর অভিনয় এবং তাঁর চরিত্রটি প্রশংসিত হয়েছিল।
advertisement
৪৩ বছর বয়সী অভিনেত্রী অনুষ্কা এখনও বিয়ে করেননি। গুঞ্জন ছিল যে তিনি অভিনেতা প্রভাসকে বিয়ে করতে চলেছেন। দু’জনের মধ্যে বন্ধুত্বও ছিল বলে জানাও গিয়েছে। এবার জীবনের ভালবাসা নিয়ে অনুষ্কা সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তাঁর প্রথম প্রেমপ্রস্তাবের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
অনুষ্কা বলেছেন, ‘আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। সেই সময় একটা ছেলে আমার কাছে এসে বলল, আমি তোমাকে ভালবাসি। সেই বয়সে আমি এর অর্থও জানতাম না। কিন্তু যখন ছেলেটি এটা বলল, আমি বললাম ঠিক আছে।’
advertisement
‘বাহুবলী ১’ এবং ‘বাহুবলী ২’ ছবি দিয়ে বক্স অফিসে রেকর্ড গড়ে তোলা নায়িকা অনুষ্কার এখনও কোনও বড় ছবি মুক্তি পায়নি। দীর্ঘ বিরতির পর তিনি ‘মিস শেঠি মিস্টার বালি শেঠি’ ছবিতে অভিনয় করেছেন। উল্লেখ্য, তাঁর সাম্প্রতিক ছবি ‘ঘাটি’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 27, 2025 11:09 PM IST










