Saayoni Ghosh: হালকা জ্বর, কাশি নিয়ে কোভিডে আক্রান্ত সায়নী ঘোষ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৪,৪১,৪৫,৭৩২। সক্রিয় সংক্রমণের সংখ্যা এখন ১,৩৪,৯৩৩, রবিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
#কলকাতা: করোনায় আক্রান্ত হলেন যুব তৃণমূল রাজ্য সভানেত্রী এবং অভিনেত্রী সায়নী ঘোষ। নিজেই সে কথা সোশ্যাল মিডিয়ায় লিখে জানালেন টলি অভিনেত্রী।
শনিবার রাতে ইনস্টাগ্রাম এবং ট্যুইটারে লিখলেন, 'আজ আমার কোভিডের রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমার খুব বেশি উপসর্গ নেই। হালকা জ্বর, সর্দি, কাশি। তবু আমি সবাইকে অনুরোধ করছি, গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, দয়া করে তাঁরা নিজেদের কোভিড পরীক্ষা করিয়ে নিন। আগামী কয়েক দিনের জন্য রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করতে হচ্ছে বলে ক্ষমা চেয়ে নিচ্ছি।'
advertisement
advertisement
advertisement
একইসঙ্গে নায়িকা তাঁর ভক্তদের আশ্বাস দিলেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আরও শক্তি সঞ্চয় করে আবার মাঠে নামবেন তিনি। তাঁর পোস্টের তলায় এসে হাজার অনুরাগী তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন।
দেশে প্রতিদিন বেড়ে চলেছে কোভিড-১৯ সংক্রমণ। এক দিনে ১৮,৭৩৮ জন মানুষ নতুন করে করোনাভাইরাসে সংক্রামিত হলেন। যদিও গত শনিবারের ১৯,৪০৬ সংক্রমণের চেয়ে সামান্য হলেও কমেছে সংক্রমণ।
advertisement
ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৪,৪১,৪৫,৭৩২। সক্রিয় সংক্রমণের সংখ্যা এখন ১,৩৪,৯৩৩, রবিবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কোভিডে আক্রান্ত হয়ে দেশে একদিনে প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে এখন করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৫,২৬,৬৮৯। নতুন এই ৪০ টি মৃত্যুর মধ্যে ৮ জনই কেরলের।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2022 3:00 PM IST