Kerala High Court: সিনেমায় মাদক সেবন করায় ছবির বিরুদ্ধে মামলা! কেরল হাইকোর্টের রায় শুনলে অবাক হবেন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Kerala High Court: আদালতের মতে, যদি এই ক্ষেত্রে আটক করা হয়, তাহলে সিনেমার পর্দায় যারা খুন, ধর্ষণ করছে, তাদেরও শাস্তি দিতে হবে। এই যুক্তিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করলেই অভিনেতাকে গ্রেফতার করতে হয়।
কোঝিকোডে: পর্দায় মাদক সেবনের দৃশ্যে অভিনয়ের জন্য কোনও অভিনেতাকে আটক করা যাবে না। কারণ এখান থেকে এ কথা স্পষ্ট নয় যে অভিনেতা বাস্তবেই মাদক সেবন করছেন। কেরল হাইকোর্ট 'নাল্লা সময়াম' ছবির মামলায় এমনই রায় শোনাল। আদালতের মতে, যদি এই ক্ষেত্রে আটক করা হয়, তাহলে সিনেমার পর্দায় যারা খুন, ধর্ষণ করছে, তাদেরও শাস্তি দিতে হবে। এই যুক্তিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করলেই অভিনেতার বিরুদ্ধে মামলা করতে হয়।
‘নাল্লা সময়ম’ (গুড টাইমস) নামে একটি ছবির পরিচালক ও প্রযোজক যথাক্রমে ত্রিশুরের ওমর আব্দুল ওয়াহাব ওরফে ওমর লুলু এবং ম্যাঙ্গালুরুর কালান্দুর কুনহি আহমদের দায়ের করা একটি আবেদন বিবেচনা করে বিচারপতি ভিজি অরুণ এই রায় দিয়েছেন।
advertisement
advertisement
২০২২ সালের ডিসেম্বরে কোঝিকোডের আবগারি দফতরের আধিকারিকরা তাঁদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস অ্যাক্ট)-এর ২৭ এবং ২৯ ধারার আওতায় মামলা দায়ের করেছিলেন।
ওমর লুলু তাঁর ফেসবুকে সিনেমার ট্রেলার পোস্ট করেছিলেন গত ডিসেম্বর মাসে। সেই ইউটিউব ভিডিওতে দেখা গিয়েছিল, মাদক ব্যবহার করছে এক চরিত্র। এছাড়া ‘এমডিএমএ ব্যবহারকারীকে শক্তি এবং সুখ দেয় বলে দাবি’ করা হয়েছে। সেই সময়ে মামলা দায়ের করা হয়েছিল তাঁদের বিরুদ্ধে। অভিযোগ করা হয়, এ ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা দিচ্ছেন এবং সরকারের মাদকবিরোধী উদ্যোগের বিরোধিতা করছে।
advertisement
সিনেমা হল থেকে তুলে দেওয়া হয় সেই ছবিটি। তার পর ওমর লুলু আক্ষেপ করেছিলেন, তাঁর ছবির সঙ্গে অন্যায় করা হয়েছে। কারণ একাধিক ছবি এরকম আছে যেখানে নিষিদ্ধ মাদক সেবন দেখানো হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2023 6:29 PM IST