Betting App Scam Case: বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়াল বিজয় দেবরকোন্ডা, রানা দগ্গুবাতীর! ইডি-নিশানায় আরও ২৯ জন দক্ষিণী তারকা, শোরগোল ইন্ডাস্ট্রিতে
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Betting App Scam Case: দক্ষিণী ছায়াছবির জগতের কেউকেটাদের নামের লম্বা তালিকা বানিয়ে ফেলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সংক্ষেপে ইডি।
দেশের মানুষের তাঁদের উপরে একটা ভক্তি-শ্রদ্ধা থাকে। সেই জন্য তাঁদের প্রভাবও খুব বেশি। ঠিক এই জায়গা থেকে কোনও পণ্যের প্রচারে এক বা একাধিক তারকার প্রয়োজন হয়ে থাকে। কখনও কখনও তাঁরা এই সব বিজ্ঞাপনে মুখ দেখিয়ে বিপাকেও পরেন। অনেকেরই মনে থাকতে পারে বেশ কয়েক বছর আগে এক নুডলস সংস্থার গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় মাধুরী দীক্ষিত নেনে এবং অমিতাভ বচ্চনের বিতর্কে জড়িয়ে পড়ার কথা। পান মশলার বিজ্ঞাপন যে নায়করা দিয়ে থাকেন, তাঁদের নিয়েও জলঘোলা হয় বইকি। কিন্তু এবার বিষয়টি আরও বেশি স্পর্শকাতর, সরাসরি বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত। আর, তারই জেরে দক্ষিণী ছায়াছবির জগতের কেউকেটাদের নামের লম্বা তালিকা বানিয়ে ফেলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সংক্ষেপে ইডি।
এই প্রসঙ্গে বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বেটিং অ্যাপ কেলেঙ্কারির মামলায় জড়িত থাকার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তৃক মামলা দায়ের করা ২৯ জন সেলিব্রিটির মধ্যে অভিনেতা বিজয় দেবেরকোন্ডা এবং রানা দাগ্গুবাতিও রয়েছেন। দক্ষিণী ছায়াছবির জগতের অন্যান্য যে খ্যাতনামাদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছিল, তার মধ্যে প্রকাশ রাজ, মাঞ্চু লক্ষ্মী, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা এবং শ্রীমুখীর মতো অভিনেতাদের নামও রয়েছে।
advertisement
advertisement
কর্মকর্তারা জানিয়েছেন, ইডির মামলাটি হায়দরাবাদ সাইবারাবাদ পুলিশের দায়ের করা একটি এফআইআরের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। মামলাটি মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (PMLA) অধীনে বিষয়টি লঙ্ঘনের সঙ্গে জড়িত। ইডি বিভিন্ন ধরনের ব্যক্তিদের প্রচারমূলক কার্যকলাপের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে যাঁরা বেটিং প্ল্যাটফর্মগুলিকে সমর্থন করেছিলেন, যার ফলে ব্যবহারকারীরা বেআইনি অনলাইন বেটিংয়ে অংশগ্রহণ করতে উৎসাহিত হয়েছিলেন।
advertisement
তেলঙ্গানায় পুলিশ অবৈধ বেটিং অ্যাপ অনুমোদনের অভিযোগে জনপ্রিয় অভিনেতা এবং ইউটিউবার-সহ বেশ কয়েকজন সেলিব্রিটির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ব্যবসায়ী ফণীন্দ্র শর্মার অভিযোগের ভিত্তিতে এফআইআরটি দায়ের করা হয়েছিল।
রানা দাগ্গুবাতি, বিজয় দেবেরকোন্ডার বিরুদ্ধে মামলা ঠিক কী?
চলতি বছরের মার্চ মাসে অবৈধ বেটিং অ্যাপ প্রচারকারী অভিনেতাদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে একটি মামলা দায়ের করা হয়েছিল। সিএনএন-নিউজ18 সেই এফআইআরের বিস্তারিত তথ্য পেয়েছে।
advertisement
অভিযোগকারীর মতে, এই বেটিং অ্যাপগুলি তাদের প্ল্যাটফর্মে মোটা অঙ্কের অর্থ লেনদেন করে, যার ফলে নাগরিকদের, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের, ব্যাপক আর্থিক ক্ষতি হয়।
এই অবৈধ প্ল্যাটফর্মগুলিতে লক্ষ লক্ষ টাকা জড়িত এবং এটি অনেক পরিবারকে, বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নমধ্যবিত্ত পরিবারগুলিকে দুর্দশার দিকে ঠেলে দিচ্ছে।
এফআইআরে বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের অ্যাপ অনুমোদন করা আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের এই অ্যাপগুলিতে অর্থ বিনিয়োগ করতে উৎসাহিত করে, যার ফলে ব্যাপক আর্থিক অস্থিরতা দেখা দেয়।
advertisement
এফআইআরে আরও বলা হয়েছে যে এই সেলিব্রিটিরা এই ধরনের অবৈধ অ্যাপগুলি থেকে অর্থ গ্রহণ করে তাদের প্রচার করে।
এখন, ইডি এই বিষয়ে একটি ইসিআইআর নথিভুক্ত করেছে এবং মামলাটি তদন্ত করবে।
মহাদেব অ্যাপ মামলায়ও বেশ কয়েকজন সেলিব্রিটিকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
এফআইআর তালিকায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, সম্ভবত সকল সেলিব্রিটির কাছেই নোটিস পাঠানো হবে।
advertisement
ইডি কর্তৃক বুক করা ২৯ জন ব্যক্তি কারা, দেখে নেওয়া যাক এক নজরে!
ইডির মামলায় যাঁদের নাম এসেছে তাঁদের মধ্যে বিশিষ্ট চলচ্চিত্র তারকা, টেলিভিশন ব্যক্তিত্ব এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সাররাও রয়েছেন। এঁরা হলেন-
১. রানা দাগ্গুবাতি
২. প্রকাশ রাজ
৩. বিজয় দেবেরকোন্ডা
৪. মাঞ্চু লক্ষ্মী
৫. প্রণিতা সুভাষ
৬. নিধি আগরওয়াল
৭. অনন্যা নাগাল্লা
advertisement
৮. শ্রী হনুমানথ
৯. শ্রীমুখী
১০. বর্ষিণী সৌন্দর্যন
১১. বাসন্তী কৃষ্ণন
১২. শোভা শেঠি
১৩. অমৃতা চৌধুরি
১৪. নয়ানি পাভানি
১৫. নেহা পাঠান
১৬. পান্ডু
১৭. পদ্মাবতী
১৮. ইমরান খান
১৯. বিষ্ণুপ্রিয়া
২০. হর্ষ সাই
২১. ভাইয়া সানি যাদব
২২. শ্যামলা
২৩. সুস্বাদু তেজা
২৪. ঋতু চৌধুরি
২৫. বন্দরু শেষয়ানি সুপ্রীত
২৬. বেটিং প্ল্যাটফর্মের অপারেটররা
২৭. কিরণ গৌড়
২৮. সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অজয়, সানি এবং সুধীর
২৯. ইউটিউব চ্যানেল ‘লোকাল বয় নানি’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 2:49 PM IST