প্রদীপ মুখোপাধ্যায় নেই, রয়ে গেল এই মাসেই শ্যুটিং সেটে কেক কেটে জন্মদিন পালনের ভিডিও

Last Updated:

Pradip Mukherjee Passes Away: এই মাসেই ছিল তাঁর জন্মদিন৷ ১১ অগাস্ট দত্তা ছবির শ্যুটিং-এর প্যাক আপের পর তাঁর জন্য আনা হয়েছিল কেক৷ সবাইকে পাশে নিয়ে তিনি কেক কেটেছিলেন৷ সেদিনে সেই ভিডিওটি পোস্ট করলেন দত্তার পরিচালক নির্মল চক্রবর্তী৷

#কলকাতা: টলিউডে আবার ইন্দ্রপতন৷ চলে গেলেন প্রবীণ অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়৷ সোমবার সকালে ৮টা ১৫ মিনিটে মৃত্যু হয় তাঁর৷ তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর৷ সেপ্টিসেমিয়া হয়েছিল তাঁর৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ কাজও করছিল না নিয়মিত৷ গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন৷ রবিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তার পর রবিবার রাতে শারীরিক অবনতি হয়। আর বাঁচানো যায়নি। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন টলিউডের শিল্পীরা৷
advertisement
১১ অগাস্ট ছিল প্রদীপবাবুর জন্মদিন৷ দত্তার সেটে কেক কেটে পালন করা হয়েছিল৷ তাঁকে না জানিয়েই সব ব্যবস্থা করা হয়৷ শ্যুটিং-এর প্যাক আপের পর সকলে একসঙ্গে হয়ে কেটেছিলেন কেক৷ খুব খুশি হয়েছিলেন প্রদীপবাবু৷ সেদিনের ভিডিও পোস্ট করেছেন তাঁর শেষ ছবির পরিচালক নির্মল চক্রবর্তী৷ তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে নির্মলদা জানান, "উনি ২ বছর থেকে অসুস্থ, ২০২০ থেকেই কাজ কম করছিলেন৷ এই ছবির চরিত্রটা পছন্দ হয়েছিল৷ বারবার আমায় বলতেন কাজ ফেলে রেখো না, তাড়াতাড়ি করে ফেলো৷ সেভাবেই শেষ ৫-৬টি দৃশ্য ৪দিনে শ্যুট করেছিলাম৷ অসুস্থতা নিয়ে কাজ করেছেন৷ কমিটমেন্টের জন্যই কাজটা করেছিলেন তিনি৷ তিনি নিজেও খুব চেয়েছিলেন দত্তা ছবির কাজটা শেষ করতে৷ মূলত লাঞ্চ ব্রেকের পরই থাকত তাঁর দৃশ্যগুলো৷ তাঁর বাড়ি ছিল পাইকপাড়া, আর আমাদের শ্যুট হত বেলগাছিয়া রাজবাড়ি৷ খুব বেশি দূর ছিল না৷ অত্যন্ত বড় মাপের অভিনেতা, অসম্ভব সুন্দর কণ্ঠস্বরের অধিকারী ছিলেন৷ দত্তা ছবিতে আচার্যের চরিত্রে অভিনয়ে করেছেন তিনি৷ ১৩ তারিখেই শেষ হয়েছে ছবির শ্যুটিং৷ তবে এবার ডাবিং-এ তিনি নেই, চেষ্টা করব যতটা সম্ভব সিঙ্ক সাউন্ড থেকে স্বর বার করার৷ বাকিটা দেখা যাক৷ প্রদীপবাবুর কাছে আমি চির কৃতজ্ঞ৷ আমার মতো নতুন পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন এবং বারবার আমায় জিজ্ঞাসা করতেন কীভাবে শট দেবেন৷ তাঁর মতো মানুষের তুলনা হবে না"৷ বলেই গলা ধরে এলো নির্মলদার৷
advertisement
দত্তার ছবি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও প্রদীপ মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ "তাঁর থেকে অনেক কিছু শেখার ছিল"৷ বলছেন ঋতুপর্ণা৷ "প্রদীপদার সঙ্গে অনেকগুলি ছবি করেছি৷ শেষ তিনটি ছবি পার্সল, ছুটি, দত্তা-তেও আমার সঙ্গে ছিলেন প্রদীপদা৷ খুবই আন্তরিক ব্যবহার ছিল৷ এত অসুস্থ হয়েও তিনি কাজ শেষ করে গিয়েছে৷ শারীরিক কষ্ট উপেক্ষা করেও অভিনয় করেছেন৷ কাজের প্রতি দায়বদ্ধতা কী, সেটা তাঁর থেকে শেখা উচিৎ৷ অনেক গল্প শুনেছি প্রদীপদার থেকে৷ অনেক ভাল স্মৃতি রয়েছে ওঁর সঙ্গে"৷ জানিয়েছেন ঋতুপর্ণা৷
advertisement
১৯৭৬ সালে সত্যজিৎ রায়ের 'জন অরণ্য'তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেতা। তার পর বুদ্ধদেব দাশগুপ্তর 'দূরত্ব' বা ঋতুপর্ণা ঘোষের 'উৎসব'-এর তাঁর অভিনয় বিশেষ ভাবে নজরে এসেছিল। জীবনের শেষ দিন পর্যনত অভিনয় করেছেন প্রদীপ মুখোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রদীপ মুখোপাধ্যায় নেই, রয়ে গেল এই মাসেই শ্যুটিং সেটে কেক কেটে জন্মদিন পালনের ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement