সুদীপা চট্টোপাধ্যায় অহংকারী মানসিকতার! ফেসবুক পোস্ট বিতর্কে অভিযোগ অরিত্র
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Sudipa Chatterjee controversial post on Swiggy Delivery Boy: বিতর্ক তৈরি হতেই সুদীপা চট্টোপাধ্যায় পোস্টটি ডিলিট করে দেন৷ তবে ততক্ষণে সেই পোস্ট ছড়িয়ে পড়ে এবং নেট মাধ্যমে শুরু হয় জোড় চর্চা৷
#কলকাতা: সঞ্চালিকা এবং অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের একটি পোস্ট নিয়ে বিতর্ক থামছেই না৷ পোস্টটি ডিলিট করার পরও তা নিয়ে চলছে আলোচনা৷ এবার সরাসরি সুদীপাকে অহংকারী বললেন অরিত্র৷ এই নিয়ে তাঁর যুক্তিও রয়েছে৷ সুদীপা চট্টোপাধ্যায়ের বিতর্কিত পোস্টটি নিজের ফেসবুকে তুলে ধরেছেন অরিত্র দত্ত বণিক৷ এবং সেই সঙ্গে নিজের মতামত জানিয়েছেন তিনি৷ জনপ্রিয় ব্যক্তিত্ব সুদীপা, সোশ্যাল মিডিয়ায় ডেলিভারি বয়দের নিয়ে পোস্ট আসলে তাঁর অহংকারী মানসিকাতা তুলে ধরে, বলেছেন অরিত্র৷
advertisement
কী লিখেছেন অরিত্র দত্ত বণিক? এই কারণে বাংলার মিডিয়া ও ফিল্মের শিল্পীরা দীর্ঘদিন আগেই দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা হারিয়েছেন, জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালিকা যাকে লক্ষাধিক মানুষ ফলো করেন তার কাছ থেকে এই বক্তব্য একেবারে কাম্য ছিলোনা। তাও উনি পোস্টটা ডিলিট করেছেন তবে মাথায় রাখবেন পোস্ট সরিয়ে নিলেই মন থেকে অহংকারী মানসিকতা সরে যায়না, তাই যে কোনো কুরিয়ারের ছেলেমেয়েরা আসলে অশিক্ষিত ও আপনার ভৃত্য, এই ধরনের চিন্তা ছুড়ে ফেলে দিন। ওরা পরিষেবা ক্ষেত্রের কর্মী, বেতন আপনার থেকে ৮০ শতাংশ কম কিন্তু পরিশ্রম ও ঝুকি আপনার থেকে ২০০ শতাংশ বেশি, যে কোনো পেশার মানুষদের সম্মান রয়েছে, জনপ্রিয় বা সিনেমাওয়ালা মানেই সে মহামানব কেউ নয়, এইটা বোধ করি বুঝে নিতে হবে সবাইকে।
advertisement
কী ছিল সুদীপার পোস্ট? তিনি লেখেন, আমি শুধু জানতে চাই Swiggy'র একজন delivery boy'ও ফোন না করে, কেন গন্তব্যে পৌঁছতে পারেনা? আর ফোন করে কেন বলেন-"আমি আসছি, আপনি গেটটা খুলুন? আমি কি দারোয়ান, যে গেট খুলবো? এই নিয়ে বিতর্ক তৈরি হতেই তিনি পোস্টটি ডিলিট করে দেন৷ তবে ততক্ষণে সেই পোস্ট ছড়িয়ে পড়ে এবং নেট মাধ্যমে শুরু হয় জোড় চর্চা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 10:48 AM IST