প্রেগন্যান্ট বিপাশার পেটের উপর করণের ঠোঁট! গুনগুন করে শোনাচ্ছেন গান

Last Updated:

শীঘ্রই খুশির খবর শোনাবেন বিপস!

বিপাশা-করণ
বিপাশা-করণ
#মুম্বই: মা হতে চলেছেন বিপাশা৷ গুড নিউজ সকলের সঙ্গে ভাগ করেছেন কিছুদিন আগে৷ এখন মাঝেমধ্যেই গর্ভাবস্থার ছবি বা ভিডিও তিনি সামনে আনছেন৷ এমনই এক ভিডিও প্রকাশ করেছেন বিপাশা, যেখানে দেখা গিয়েছে বিপাশার পেটের উপর তাঁর স্বামী করণের ঠোঁট! এবং তিনি কিছু কথা বলছেন তাঁদের সন্তানের উদ্দ্যেশে৷
আরও পড়ুন Celeb Education: প্রিয় হিরো কিন্তু ক্লাস ১০ পাশ! মায়ের চাপে লেখাপড়া রণবীরের, বোর্ড পরীক্ষায় পাশের পর বিশাল পার্টি পরিবারে
বাড়িতে নতুন অতিথির জন্য তৈরি হচ্ছেন বিপাশা-করণ৷ মা-বাবার দায়িত্ব পালনের জন্য নিজেদের একটু একটু করে প্রস্তুত করছেন দু’জনেই৷ কিছুদিন আগেই দেখা গিয়েছে করণকে শপিং করতে৷ বাচ্চাদের জিনিষ কিনতে ব্যস্ত ছিলেন তিনি৷ এবার তিনি শোনালেন গান৷ বলা ভাল ঘুম পাড়ানি গান! স্ত্রী বিপাশার গর্ভে থাকা সন্তানকে আগে থেকেই তিনি ঘুম পাড়ানি গান শোনানোর তোড়জোড় শুরু করেছেন৷ আলতো করে বিপাশার পেটের উপর গুনগুন করে গান গাইছেন করণ৷ সেই ভিডিওটি পোস্ট করেছেন বিপাশা নিজেই৷ জীবনের এই বিশেষ সময়টা যে দারুণভাবে উপভোগ করছেন হবু বাবা-মা, তা স্পষ্ট করেছে এই ভিডিও৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সন্তানের জন্মের পর অনেকটা দায়িত্ব বেড়ে যায় সদ্যোজাতের অভিভাবকদের৷ রাত জাগা, সময় করে সন্তানকে স্তন্যপান করানো, এসব তো থাকেই৷ এই সব কাজে কিছুটা বেশিই জড়িত থাকেন মায়েরা৷ তবে এখন পরিবর্তীত সময়ে বাবারাও অত্যন্ত খেয়াল রাখেন সন্তানদের৷ স্বামী-স্ত্রী দু’জনে মিলে সমানভাবে সন্তান পালনের দায়িত্ব নেন৷ বিপাশা-করণের ক্ষেত্রে তা যেন সন্তান প্রসবের আগে থেকেই শুরু হয়ে গিয়েছে৷
advertisement
শীঘ্রই খুশির খবর শোনাবেন বিপস! সেই খবরের অপেক্ষায় তাঁর ফ্যানরা৷ ইতিমধ্যেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনাম৷ আলিয়াও সন্তানসম্ভবা৷ বলিউডে এখন খুশির হাওয়া৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রেগন্যান্ট বিপাশার পেটের উপর করণের ঠোঁট! গুনগুন করে শোনাচ্ছেন গান
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement