প্রেগন্যান্ট বিপাশার পেটের উপর করণের ঠোঁট! গুনগুন করে শোনাচ্ছেন গান
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
শীঘ্রই খুশির খবর শোনাবেন বিপস!
#মুম্বই: মা হতে চলেছেন বিপাশা৷ গুড নিউজ সকলের সঙ্গে ভাগ করেছেন কিছুদিন আগে৷ এখন মাঝেমধ্যেই গর্ভাবস্থার ছবি বা ভিডিও তিনি সামনে আনছেন৷ এমনই এক ভিডিও প্রকাশ করেছেন বিপাশা, যেখানে দেখা গিয়েছে বিপাশার পেটের উপর তাঁর স্বামী করণের ঠোঁট! এবং তিনি কিছু কথা বলছেন তাঁদের সন্তানের উদ্দ্যেশে৷
আরও পড়ুন Celeb Education: প্রিয় হিরো কিন্তু ক্লাস ১০ পাশ! মায়ের চাপে লেখাপড়া রণবীরের, বোর্ড পরীক্ষায় পাশের পর বিশাল পার্টি পরিবারে
বাড়িতে নতুন অতিথির জন্য তৈরি হচ্ছেন বিপাশা-করণ৷ মা-বাবার দায়িত্ব পালনের জন্য নিজেদের একটু একটু করে প্রস্তুত করছেন দু’জনেই৷ কিছুদিন আগেই দেখা গিয়েছে করণকে শপিং করতে৷ বাচ্চাদের জিনিষ কিনতে ব্যস্ত ছিলেন তিনি৷ এবার তিনি শোনালেন গান৷ বলা ভাল ঘুম পাড়ানি গান! স্ত্রী বিপাশার গর্ভে থাকা সন্তানকে আগে থেকেই তিনি ঘুম পাড়ানি গান শোনানোর তোড়জোড় শুরু করেছেন৷ আলতো করে বিপাশার পেটের উপর গুনগুন করে গান গাইছেন করণ৷ সেই ভিডিওটি পোস্ট করেছেন বিপাশা নিজেই৷ জীবনের এই বিশেষ সময়টা যে দারুণভাবে উপভোগ করছেন হবু বাবা-মা, তা স্পষ্ট করেছে এই ভিডিও৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সন্তানের জন্মের পর অনেকটা দায়িত্ব বেড়ে যায় সদ্যোজাতের অভিভাবকদের৷ রাত জাগা, সময় করে সন্তানকে স্তন্যপান করানো, এসব তো থাকেই৷ এই সব কাজে কিছুটা বেশিই জড়িত থাকেন মায়েরা৷ তবে এখন পরিবর্তীত সময়ে বাবারাও অত্যন্ত খেয়াল রাখেন সন্তানদের৷ স্বামী-স্ত্রী দু’জনে মিলে সমানভাবে সন্তান পালনের দায়িত্ব নেন৷ বিপাশা-করণের ক্ষেত্রে তা যেন সন্তান প্রসবের আগে থেকেই শুরু হয়ে গিয়েছে৷
advertisement
শীঘ্রই খুশির খবর শোনাবেন বিপস! সেই খবরের অপেক্ষায় তাঁর ফ্যানরা৷ ইতিমধ্যেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনাম৷ আলিয়াও সন্তানসম্ভবা৷ বলিউডে এখন খুশির হাওয়া৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 28, 2022 8:00 PM IST