Kacher Manush Trailer: কে কাছের মানুষ? দেবকে চেনাবেন প্রসেনজিৎ?

Last Updated:

Prosenjit Chatterjee-Dev: পুজোয়ে মুক্তি পেতে চলা সব কটা বাংলা ছবির মধ্যে এটাই উল্লেখযোগ্য হতে চলেছে৷ কারণ দুই সুপারস্টারের উপস্থিতি৷ প্রথমবার একসঙ্গে কাজ করেছেন প্রসেনজিৎ এবং দেব৷

#কলকাতা: জীবন-মৃত্যুর দোলায় দুলছে মানুষের ভবিতব্য৷ জন্মালে মরিতে হবে, একথা ঠিকই তবে মৃত্যুর পথ কেমন, কীভাবে মৃত্যু তা একমাত্রই স্থির করে আমাদের ভাগ্য৷ তাই মৃত্যুর কামনা করলেও সহজে মরা যায় না৷ সেই জীবন-মৃত্যুর গল্প নিয়ে তৈরি হয়েছে পথিকৃৎ বসুর ছবি কাছের মানুষ৷ মুখ্য ভূমিকায় প্রসেনজিৎ-দেব৷ রয়েছেন ইশা সাহা এবং সুস্মিতা চট্টোপাধ্যায়৷ এই পুজোয়ে মুক্তি পাবে কাছের মানুষ এবং পুজোয়ে মুক্তি পেতে চলা সব কটা বাংলা ছবির মধ্যে এটাই উল্লেখযোগ্য হতে চলেছে৷ কারণ দুই সুপারস্টারের উপস্থিতি৷
advertisement
ছবির ট্রেলার মুক্তি পেতেই হইচই পড়ে গেল৷ ট্রেলারের শুরুটা হয়েছে জীবন কাহিনীর ছবির একটি অংশ দিয়ে৷ সাদাকালো ছবির গল্পের সঙ্গে মিশে গিয়েছে এযুগের সাধারণ মানুষের গল্প৷ মনের দুঃখে আত্মহত্যার পথ বেছে নেওয়া দেবের সঙ্গে দেখা হয় প্রসেনজিতের৷ টাকার লোভ দেখিয়ে তিনি বলেন লাইফ ইনসিওরেন্স করতে৷ যাতে মৃত্যুর পর তার নামে থাকা টাকা পাওয়া যায়৷ কিন্তু তার জন্য আত্মহত্যা নয়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমনই প্রমাণ করতে হবে৷ কীভাবে একজনের মৃত্যুতে অন্য ব্যক্তির মুনাফা, কী কারণেই বা এমন অদ্ভূত টোপ, তা ঘিরে তৈরি হয়েছে রহস্য৷
advertisement
এরই মধ্যে রয়েছে ইশার চরিত্র, যা জীবনের গভীর মানে তুলে ধরে দেবের সামনে৷ তার কথায় জীবনে বেঁচে থাকার অর্থে টাকা নয়, কাছের মানুষের সানিধ্যে থাকা৷ ট্রেলার একটি গানের ব্যবহার হয়েছে, যাতে শোনা যায়, কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে৷ সেই মতো বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন৷ সত্যিই জীবনের মানে কী? কীভাবে জুড়ে যাবে এই ৩টি চরিত্র? এসব প্রশ্ন উঠে আসেব ট্রেলার জুড়ে৷ মৃত্যু এখানে এক রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে৷ একই রকমভাবে কে আসল কাছের মানুষ, তারও উত্তর তুলে ধরবে এই ছবি৷
advertisement
কাছের মানুষ ছবিটি ২০২২-র প্রথম দিকে মুক্তি পাওয়ার কথা ছিল৷ তবে করোনার জন্য পিছিয়ে গিয়েছিল ছবির শ্যুট৷ ফেব্ররয়ারি মাসে শেষ হয় ছবির শ্যুটিং৷ এই ছবি নিয়ে বাঙালি দর্শক খুবই উৎসাহী৷ মাল্টি স্টারার বাণিজ্যিক ছবি ছাড়া ব্যবসায় জোয়ার আসবে না৷ এমন কথা বারবার শোনা গিয়েছে৷ সত্যিই কী এই ছবির হাত ধরে বিপুর ব্যবসা করবে বাংলা ছবি? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন দিশা কি দেখাতে পারবে প্রসেনজিৎ-দেব জুটি, তারই অপেক্ষায় সকলে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kacher Manush Trailer: কে কাছের মানুষ? দেবকে চেনাবেন প্রসেনজিৎ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement