Kirron Kher Covid Positive: কোভিড পজিটিভ অভিনেত্রী কিরণ খের, রক্তের ক্যানসার জয় করে এবারে করোনায় আক্রান্ত!
- Published by:Teesta Barman
Last Updated:
Kirron Kher Covid Positive: ২০২১ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছে অনুপম খেরের স্ত্রী। মাল্টিপল মায়লোমা এক ধরনের রক্তের ক্যানসার। কেমোথেরাপি নিতে হয়েছিল। কঠিন যুদ্ধ জয় করে এসেছেন তিনি।
মুম্বই: কোভিডে আক্রান্ত কিরণ খের। বর্ষীয়ান অভিনেত্রী সোমবার ট্যুইট করে জানান, ‘আমি কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছে, দয়া করে করোনা পরীক্ষা করিয়ে নেবেন।’ অভিনেত্রী-রাজনীতিবিদের এই ট্যুইটের পর দুশ্চিন্তায় ভক্তরা।
I have tested positive for Covid. So anyone who has come in contact with me please get yourself tested.
— Kirron Kher (@KirronKherBJP) March 20, 2023
advertisement
২০২১ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছে অনুপম খেরের স্ত্রী। মাল্টিপল মায়লোমা এক ধরনের রক্তের ক্যানসার। কেমোথেরাপি নিতে হয়েছিল। কঠিন যুদ্ধ জয় করে এসেছেন তিনি। সেই সময়ে বারবার তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটত। অনুপম একাধিকবার বিবৃতি দিয়ে মিথ্যা খবর না ছড়ানোর অনুরোধ জানাতেন।
advertisement
সেই সময়ে কোভিডের প্রকোপে লকডাউন চলছিল। আর ক্যানসার আক্রান্তদের একটু বেশিই সতর্ক থাকতে হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ের সময়ে একইসঙ্গে ক্যানসারের চিকিৎসা এবং লকডাউনে গৃহবন্দি কিরণের মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেকথা জানিয়েছিলেন অনুপম নিজেই।
advertisement
২০২১ সালে কিরণের স্বামী সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘ও বাইরে বেরতো পারছে না। কারও সঙ্গে দেখা করতে পারছে না। তবে ভাল খবর হল, ওর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। কোনও কোনও দিন ও খুবই ইতিবাচক থাকে। কোনও দিন আবার কেমোথেরাপির জন্য যন্ত্রণা হয়। আমরা সবাই মিলেই সব ভাল করার চেষ্টা করছি।’’
advertisement
এরই মধ্যে চলতি বছর কোভিডে আক্রান্ত হলেন অভিনেত্রী। সকলের প্রার্থনা, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বলেই সকলের মনে দুশ্চিন্তা দানা বেঁধেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2023 11:16 AM IST