১৩ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন কণীনিকা বন্দ্যোপাধ্যায় , চিকিৎসক এবং তাঁর স্ত্রীকে বিশেষ ধন্যবাদ নায়িকার
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
চেন্নাইতে তাঁর মেরুদণ্ডের অস্ত্রোপচার হয়। তবে এখনও তাঁর পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে৷ এখন বিশ্রামে থাকবেন তিনি৷
#কলকাতা: সুস্থ হয়ে উঠেছেন অভিনেত্রী কণীনিকা বন্দ্যোপাধ্যায়৷ অস্ত্রোপচারের পর ১৩ দিন হাসপাতালে কাটিয়ে তিনি ফিরলেন পরিবারের কাছে৷ অ্যাপোলো ভনগ্রামে ভর্তি ছিলেন তিনি৷ সেখানেই হয় তাঁর অস্ত্রোপচার৷ এবং সেখানেই ১৩দিন ধরে চলছিল তাঁর সেবা-শুশ্রূষা৷ আপাতত হাসপাতাল থেকে ছুটি হয়েছে তাঁর৷ সেখানকার চিকিৎসক এবং নার্সরা খুবই ভাল ভাবে খেয়াল রেখেছিলেন অভিনেত্রীর৷
তবে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান চিকিৎসক সিদ্ধার্থ ঘোষকে, যিনি না থাকলে এত তাড়াতাড়ি সেরে উঠতে পারতেন না বলে মনে করছেন কনীনিকা৷ এমনকী চিকিৎসকের স্ত্রী মিত্রাদেবীর কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী৷ তাঁর সুস্থতার পিছনে চিকিৎসক পত্নীর অবদান রয়েছে যথেষ্ঠ৷ নিজেই ফেসবুক পোস্টে তা স্পষ্ট করেছেন৷
আরও পড়ুন সাক্ষী 'মটন বিরিয়ানি'! দেখতে দেখতে দু’বছর পার, সুখে সংসার করছেন মানালি-অভিমন্যু
তবে অবশ্যই পরিবার রয়েছে তাঁর পাশে, এবং পরিবারেরই তাঁর শক্তি, বলেছেন কণীনিকা৷ তিনি লিখেছেন, কিয়া, আমার স্বামী, বাবা, মা, কাকা, আমার বোন আমার জীবনশক্তির উৎস৷ আর যাদের ধন্যবাদ না জানিয়ে পারব না তা হল তোমরা...আমার দর্শক, আমার বন্ধুরা, আমার ভক্তরা, আমার শুভাকাঙ্খী, আমার আত্মীয়, তোমাদের প্রার্থনায় আজ আমি সুস্থ৷
advertisement
advertisement
তবে এখনও তাঁর পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগবে৷ এখন বিশ্রামে থাকবেন তিনি৷ ফলে কাজ কর্ম শুরু করতে আরও কিছুটা সময় লাগবে৷ ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবে৷ এই সময়টা সকলকে পাশে চাইছেন কণীনিকা৷
আরও পড়ুন ৪১ বছর কাছাকাছি আসেননি অমিতাভ-রেখা, সিলসিলা-য় ত্রিকোণ প্রেম কি সত্যিই ঘর ভাঙার ইঙ্গিত ছিল?
advertisement
মেরুদণ্ডে দিনকয়েক ধরেই অসহ্য ব্যথা অনুভব করছিলেন। ডাক্তার অস্ত্রোপচারের উপদেশ দেন। চেন্নাইতে তাঁর মেরুদণ্ডের অস্ত্রোপচার হয়। এখন তিনি সুস্থ তবে বিশ্রামে থাকবে হবে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2022 12:38 PM IST