৪১ বছর কাছাকাছি আসেননি অমিতাভ-রেখা, সিলসিলা-য় ত্রিকোণ প্রেম কি সত্যিই ঘর ভাঙার ইঙ্গিত ছিল?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
৪১ বছর আগে আজকের দিনে মুক্তি পেয়েছিল সিলসিলা৷ সেই শেষবার অনস্ক্রিন একে অপরকে রোম্যান্স করতে দেখা গিয়েছিল অমিতাভ-রেখাকে৷
advertisement
কোনও অনুষ্ঠানে অমিতাভ ও রেখা উপস্থিত থাকলে সবার নজর থাকে তাদের দিকেই৷ এই সুপারহিট জুটিকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল যশ চোপড়া পরিচালিত ছবি 'সিলসিলা'-তে। যশ চোপড়া পরিচালিত এই ছবিটি ১৪ আগস্ট ১৯৮১ সালে মুক্তি পায়। রেখা, জয়া বচ্চন, সঞ্জীব কুমার এবং শশী কাপুরের মতো কিংবদন্তি তারকাদের নিয়ে তৈরি হয়েছিল 'সিলসিলা'৷ ৪১ বছরে পা রাখল সিলসিলা ছবি এবং সেই সঙ্গে ৪১ পর্দায় অমিতাভ-রেখার দূরত্বের সাক্ষী রয়েছেন সকলে৷
advertisement
'সিলসিলা' ছবিটি মুক্তির ৪১ বছর পেরিয়ে গেলেও ছবির গল্প ও গান এখনও সমান জনপ্রিয়। বলিউডের সেরা প্রেমের ছবিগুলির মধ্যে অন্যতম সিলসিলা৷ অমিতাভ বচ্চন ও রেখা জুটি যখনই পর্দায় এসেছে তখনই দর্শকরা প্রচুর ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। তবে সিলসিলা ছবিতে তাঁদের শেষ দেখা গিয়েছে৷ সিলসিলা ছবিতে যে গল্প বলেছিলেন যশ চোপড়া, তা অমিতাভ-জয়া-রেখার বাস্তব গল্পই নাকি তুলে ধরা হয়েছিল৷ বা ছবিতে এই তিন তারকার বাস্তবের কাহিনি ফুটে উঠেছিল৷ এমনও শোনা গিয়েছিল৷
advertisement
advertisement
advertisement
advertisement
যশ চোপড়া বড় ঝুঁকি নিয়েছিলেন৷ জয়া বচ্চন এবং রেখাকে কাস্ট করেছিলেন৷ তবে দু’জনের কাছ থেকে প্রতিশ্রুতিও নিয়েছিলেন যে ছবির শুটিং চলাকালীন কোনও সমস্যা হবে না। তবু জয়া ও রেখাকে নিয়ে ছবির শুটিং করা যশ চোপড়ার পক্ষে সহজ ছিল না। শোনা যায় যে, অমিতাভকে নিয়ে দু’জনের মধ্যে যে টানাপোড়েন তা ধরা পড়েছিল সেটে। যশ চোপড়া সিলসিলা তৈরির সময় নাকি অনেক চাপের মধ্যে থাকতেন৷
advertisement
একই রকমভাবে অমিতাভ বচ্চনের জন্য এটি কম কঠিন ছিল না। যখন এই ছবির শুটিং চলছিল, তখন অমিতাভ-রেখার সম্পর্ক নিয়ে অনেক গসিপ হয়েছিল৷ আবার সে সময় জয়ার সঙ্গে সংসার করছেন অমিতাভ। সৌভাগ্যক্রমে, সে সময় আজকের যুগের মতো সোশ্যাল মিডিয়া ছিল না। থাকলে হয়ত রসায়ন এবং পরিণতি অন্য কিছু হতে পারত৷ এমনই মত ওয়াকিবহাল মহলের৷
advertisement
advertisement
advertisement