• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • অভিনব জন্মদিনের শুভেচ্ছা, লতা মঙ্গেশকর-উদিত নারায়ণের সুপারহিট গানের টিকটক ভিডিও-তে সাড়া ভাস্বরের

অভিনব জন্মদিনের শুভেচ্ছা, লতা মঙ্গেশকর-উদিত নারায়ণের সুপারহিট গানের টিকটক ভিডিও-তে সাড়া ভাস্বরের


ভিডিওটি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

ভিডিওটি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

ভিডিওটি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

 • Share this:

  #কলকাতা: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নাম ভাস্বর চট্টোপাধ্যায় ৷ তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক সুপারহিট ধারাবাহিকের সঙ্গে মেগাহিট ছবিও ৷ কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারের আলো ছবিতে এক ভিন্ন চরিত্রে দেখতে পাওয়া গিয়েছে ভাস্বর চট্টোপাধ্যায়কে ৷ সেটি বাঙালির কাছে কতখানি ভাললাগার জায়গা জুড়ে ছিল তা আর নতুন করে বলার নয় ৷

  তাঁর বাকি ছবিগুলিও বারেবারে তাঁকে তাঁকে প্রতিষ্ঠা করেছে ৷ বাংলা টেলিভিশন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে দেখতে পাওয়া গিয়েছে তাঁকে যেমন কখনও মেঘ কখনও বৃষ্টি, বিন্নি ধানের খই, জয়বাবা লোকনাথ, সাঁইবাবা ইত্যাদি ধারাবাহিকে তাঁকে দেখতে পাওয়া গিয়েছে ৷ গত ৭ মার্চ ২০২০ ভাস্বরের জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় মহুয়া দাস জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়েছিলেন একটি টিকটক ভিডিওর মাধ্যমে শাহরুখ খান ও কাজলের সুপারহিট ছবি দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গের গানের সঙ্গে শ্যুট করেছেন একটি দুর্দান্ত টিকটক ভিডিও শ্যুট করেছেন ৷

  যেখানে ভক্তর সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে গানটিতে লিপ দিয়েছেন সেই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দুর্দান্ত গতিতে ৷

  Published by:Arjun Neogi
  First published: