Arbaaz Khan: ৫৬ বছরে হানিমুন, মুখে চওড়া হাসি, নতুন বউকে নিয়ে আরবাজের ভিডিও ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Honeymoon at 56 years: ২৪ ডিসেম্বর অভিনেতার বোন অর্পিতা খান শর্মার বাড়িতে আরবাজ খান এবং সুরা খানের বিয়ে হয়।
মুম্বই: দ্বিতীয়বার বিয়ের পর এবার নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় পৌঁছালেন অভিনেতা-প্রযোজক আরবাজ খান৷ সলমন খানের ভাই আরবাজ খান নামী মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেছেন। এবার তাঁদের দেখা গেল মুম্বই এয়ারপোর্টে৷ সেখানে নতুন বউকে নিয়ে নিয়ে নববর্ষ উদযাপন করবেন দু’জনে৷
আরবাজ খানকে নীল জিন্স এবং কালো টি-শার্টে দেখা গেল এবং সুরা খানকে ধূসর রঙের কো-অর্ড সেট পরেছিলেন। সুরা সঙ্গে ছিল একটি কালো সাইড ব্যাগ, কালো ক্যাপ এবং সাদা জুতো। আরবাজ এবং সুরা হাতে হাত মিলিয়ে হেঁটলেন বিমানবন্দরে৷
advertisement
advertisement
বিমানবন্দরে পাপারাজ্জিদের জন্য পোজও দেন এই দম্পতি। এসময় দুজনকেই বেশ খুশি দেখাচ্ছিল। যার ভিডিও সামনে এসেছে।
২৪ ডিসেম্বর অভিনেতার বোন অর্পিতা খান শর্মার বাড়িতে আরবাজ খান এবং সুরা খানের বিয়ে হয়। খুব কম সংখ্যক পরিচিত মানুষ হাজির ছিলেন তাঁদের এই বিয়েতে৷ আরবাজের ছেলে আরহানও এই বিয়েতে উপস্থিত ছিলেন৷ বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরবাজ খান তাঁর ভক্তদের বিয়ের কথা জানান।
advertisement
বিয়ের যে সব ছবি ও ভিডিও শেয়ার করেন সেখানে দেখা যায় ছেলের বিয়েতে বাবার নাচ৷ মালাইকা আরোরা খান ও আরবাজ খানের ছেলে আরহান থাকেন বিদেশে৷ বাবা ও মায়ের ডিভোর্সের পরও ছেলের দেখভাল করেন দু’জনেই৷ ফলে বাবার দ্বিতীয়বার বিয়েতে ছেলে হাজির ছিলেন এবং খুব আনন্দও করেছিলেন৷
advertisement
আরবাজ খানের প্রথম বিয়ে হয়েছিল মালাইকা আরোরার সঙ্গে। ২০১৬ সালে তাঁরা আলাদা হয়ে যান এবং ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। তাঁদের একটি ছেলে আরহান। মাঝে আরবাজ খান জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে ডেট করেন৷ কিন্তু তাঁরা গত বছর আলাদা হয়ে যান। তারপর সুরা খানকে বিয়ে করেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 31, 2023 12:23 PM IST