হোম /খবর /বিনোদন /
ঘরবন্দি অঙ্কুশ-ঐন্দ্রিলা, খেললেন লুডো, খেলায় জিতল কে?

ঘরবন্দি অঙ্কুশ-ঐন্দ্রিলা, খেললেন লুডো, খেলায় জিতল কে?

সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তাঁরা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তাঁরা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন ৷ এখন তো আবার ঘরবন্দি দশা ৷ তাই বাইরের কাজ যখন বন্ধ, তাই ঘরেতেই অঢেল সময় ৷ এই অঢেল সময়ে সেলিব্রিটিরা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকেই! ঠিক যেমন কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন ৷

তবে এবারটি আর জিম বা ঐন্দ্রিলাকে নিয়ে খুনসুটির ভিডিও নয়, বরং ঘরবন্দি অবস্থায় গোটা পরিবারকে নিয়ে সাপ-লুডো খেলায় মেতে উঠলেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা ৷ সেই খেলার ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করলেন অঙ্কুশ ৷ আপলোড করে লিখলেন ফ্যামিলি টাইম ৷

View this post on Instagram

😎😎

A post shared by Ankush (@ankush.official) on

ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে ঐন্দ্রিলা ও পরিবারকে সঙ্গে নিয়ে সাপলুডোয় মেতে ছিলেন অঙ্কুশ ৷ সঙ্গে ভিডিওতেই অঙ্কুশ জানিয়েছে, তিনিই জিতেছেন এই খেলায় !

দেখুন সেই লুডো খেলার ভিডিও----

View this post on Instagram

#familytime

A post shared by Ankush (@ankush.official) on

Published by:Akash Misra
First published:

Tags: Ankush, Instagram