Prakash Padukone’s Biopic: বাবা প্রকাশ পাডুকোনের বায়োপিকে কাজ করতে চলেছেন দীপিকা পাডুকোন

Last Updated:

Deepika Padukone in Dad's Biopic: বলিউডে এই মুহূর্তের জনপ্রিয়তম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) নিশ্চিত করেছেন যে তিনি তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনের জীবন এবং কাজের উপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্রে (Prakash Padukone’s Biopic) কাজ করতে চলেছেন।

#মুম্বই: বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের (badminton player Prakash Padukone) জীবনের গল্পকে চলচ্চিত্রের রূপ দিতে চলেছেন মেয়ে দীপিকা পাডুকোন। বলিউডে এই মুহূর্তের জনপ্রিয়তম অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) নিশ্চিত করেছেন যে তিনি তাঁর বাবা প্রকাশ পাড়ুকোনের জীবন এবং কাজের উপর ভিত্তি করে নির্মিত একটি চলচ্চিত্রে (Prakash Padukone’s Biopic) কাজ করতে চলেছেন। গত বছরই, 83 সিনেমায় প্রযোজনা ও অভিনয় করেছিলেন দীপিকা। ১৯৮৩ সালের ভারতীয় ক্রিকেট দলের গৌরবময় বিশ্বকাপ (World Cup win of 1983) জয়ের কাহিনিই তুলে ধরেছিল এই সিনেমাটি। সিনেমায় কপিল দেবের চরিত্রে দেখা গিয়েছে রণবীর সিংকে।
টেলিভিশন সঞ্চালক সাইরাস ব্রোচার শোয়ে একটি আড্ডায় দীপিকা নিশ্চিত করে জানিয়েছেন যে তিনি বাবাকে নিয়ে তৈরি হতে চলা সিনেমায় (Prakash Padukone’s Biopic) কাজ করবেন। ভারতীয় ক্রীড়াকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে যে ধরনের সংগ্রামের মুখোমুখি হতে হয় এই দেশের খেলোয়াড়দের সে কথাও বলেন দীপিকা। ভারতীয় ক্রিকেট দল ১৯৮৩ সালের বিশ্বকাপ জেতার আগেও এই দেশকে বিশ্বের ক্রীড়া দরবারে তুলে ধরেছিলেন অনেক খেলোয়াড়ই।
advertisement
advertisement
দীপিকা বলেন, “আসলে, ৮৩-এর বিশ্বজয়ের আগেও, ভারতীয় ক্রীড়া জগতের কথা বললে তিনি ছিলেন প্রথম ভারতীয় অ্যাথলিটদের মধ্যে একজন যিনি ভারতকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছিলেন। তিনি ১৯৮১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন, যা স্পষ্টত ১৯৮৩ সালের আগেই।
দীপিকা আরও জানান, কীভাবে সীমিত পরিসরেই প্রশিক্ষণ চালিয়ে গিয়েছিলেন তাঁর বাবা প্রকাশ পাডুকোন (Prakash Padukone’s Biopic)। এই অবস্থান থেকেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। দীপিকা বলেন, “বাবা একটি বিয়েবাড়ির হলঘরে প্রশিক্ষণ নিতেন, সেটাই ছিল তাঁর ব্যাডমিন্টন কোর্ট। নিজের শটকে আরও সুনির্দিষ্ট করার জন্য বীমের মতো জিনিসও ব্যবহার করেছিলেন তিনি। আসলে নিজের অসুবিধাগুলোকেই সুবিধা হিসেবে ব্যবহার করেছেন বাবা। আজ ভারতের ক্রীড়াবিদদের যে সুযোগ সুবিধা, তা যদি বাবা পেতেন, নিশ্চিতভাবেই অনেক বেশি উন্নতি হতে পারত।”
advertisement
অ্যামাজন প্রাইমে সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত গেহরাইয়া। নিজের অভিনয়ের জন্য সমালোচক তথা দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। গেহরাইয়া সিনেমায় তাঁর সঙ্গে দেখা গিয়েছে অনন্যা পান্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী এবং ধৈর্য কারওয়াকে৷
দীপিকা পাড়ুকোনের হাতে এখন বেশ কয়েকটি বড় ব্যানারের কাজ রয়েছে। আগামীতে শাহরুখ খানের সঙ্গে পাঠান সিনেমায় দেখা যাবে দীপিকাকে। হৃত্বিক রোশন অভিনীত ফাইটার এবং অমিতাভ বচ্চনের সঙ্গে দ্য ইন্টার্নের ভারতীয় ভার্সনেও কাজ করবেন দীপিকা। এছাড়াও, অমিতাভ বচ্চন এবং প্রভাসের সঙ্গে নাগ অশ্বিনের কে-তে দেখা যাবে দীপিকাকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prakash Padukone’s Biopic: বাবা প্রকাশ পাডুকোনের বায়োপিকে কাজ করতে চলেছেন দীপিকা পাডুকোন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement