Abir Chatterjee-Mimi Chakraborty: পর্দায় মিমি-আবীরের জুটি! 'ওয়ার্ল্ড ক্লাস জিনিস' উপহার দেওয়ার কথা বললেন অভিনেত্রী
- Published by:Sanchari Kar
Last Updated:
Abir Chatterjee-Mimi Chakraborty: শিবপ্রসাদ এবং নন্দিতা বেশিরভাগ ছবিই তৈরি করেন পারিবারিক গল্পকে কেন্দ্র করে। তবে এ বার চেনা ছকের বাইরে গিয়ে থ্রিলার গল্পকে বেছে নিয়েছেন তাঁরা। মুখ্য চরিত্রে থাকবেন আবীর এবং মিমি।
কলকাতা: একসঙ্গে তাঁরা আগেও ছবি করেছেন। কিন্তু নায়ক-নায়িকা হওয়া হয়নি তখন। তবে এ বার তা-ই হতে চলেছে। টলিউড পেতে চলেছে নতুন জুটি। আবীর চট্টোপাধ্য়ায় এবং মিমি চক্রবর্তী। সৌজন্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। তাঁদের আগামী ছবিতে জুটি বাঁধতে চলেছেন টলিপাড়ার প্রথম সারির দুই তারকা।
টলিউডের এই সফল পরিচালকদ্বয় বেশিরভাগ ছবিই তৈরি করেন পারিবারিক গল্পকে কেন্দ্র করে। তবে এ বার চেনা ছকের বাইরে গিয়ে থ্রিলার গল্পকে বেছে নিয়েছেন তাঁরা। মুখ্য চরিত্রে থাকবেন আবীর এবং মিমি। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনুসূয়া মজুমদারকে। ১৫ মার্চ থেকে শুরু হবে ছবির শ্যুট। কলকাতা, বোলপুর এবং ধুলাগড়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হবে শ্যুটিং।
advertisement
advertisement
থ্রিলার ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপুজো। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে আবীর-মিমি অভিনীত ছবিটি। সচরাচর সেই সময়ে শিবপ্রসাদ-নন্দিতার কোনও ছবি প্রেক্ষাগৃহে আসে না। তবে এই ছবিটির হাত ধরেই নিজেদের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন তাঁরা। চিরাচরিত ছক ভেঙে দর্শকদের অন্য স্বাদের ছবি উপহার দিতে চাইছেন পরিচালকদ্বয়। অতঃপর থ্রিলারে মনোযোগ।
advertisement
নিজেদের নতুন ছবি নিয়ে আশাবাদী মিমি এবং আবীর। তবে ছবির নাম এখনও ফাঁস করেননি তাঁরা। প্রস্তুতি পর্বেই দর্শকদের 'ওয়ার্ল্ড ক্লাস' ছবি উপহার দেওয়ার কথা বললেন অভিনেত্রী।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2023 5:29 PM IST