Abir Chatterjee-Mimi Chakraborty: পর্দায় মিমি-আবীরের জুটি! 'ওয়ার্ল্ড ক্লাস জিনিস' উপহার দেওয়ার কথা বললেন অভিনেত্রী

Last Updated:

Abir Chatterjee-Mimi Chakraborty: শিবপ্রসাদ এবং নন্দিতা বেশিরভাগ ছবিই তৈরি করেন পারিবারিক গল্পকে কেন্দ্র করে। তবে এ বার চেনা ছকের বাইরে গিয়ে থ্রিলার গল্পকে বেছে নিয়েছেন তাঁরা। মুখ্য চরিত্রে থাকবেন আবীর এবং মিমি।

থ্রিলার ছবিতে আবীর-মিমি
থ্রিলার ছবিতে আবীর-মিমি
কলকাতা: একসঙ্গে তাঁরা আগেও ছবি করেছেন। কিন্তু নায়ক-নায়িকা হওয়া হয়নি তখন। তবে এ বার তা-ই হতে চলেছে। টলিউড পেতে চলেছে নতুন জুটি। আবীর চট্টোপাধ্য়ায় এবং মিমি চক্রবর্তী। সৌজন্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। তাঁদের আগামী ছবিতে জুটি বাঁধতে চলেছেন টলিপাড়ার প্রথম সারির দুই তারকা।
টলিউডের এই সফল পরিচালকদ্বয় বেশিরভাগ ছবিই তৈরি করেন পারিবারিক গল্পকে কেন্দ্র করে। তবে এ বার চেনা ছকের বাইরে গিয়ে থ্রিলার গল্পকে বেছে নিয়েছেন তাঁরা। মুখ্য চরিত্রে থাকবেন আবীর এবং মিমি। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অনুসূয়া মজুমদারকে। ১৫ মার্চ থেকে শুরু হবে ছবির শ্যুট। কলকাতা, বোলপুর এবং ধুলাগড়ের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হবে শ্যুটিং।
advertisement
advertisement
থ্রিলার ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে আসবে দুর্গাপুজো। তাই বরাবরের নিয়ম ভেঙে চলতি বছরের পুজোতেই মুক্তি পাবে আবীর-মিমি অভিনীত ছবিটি। সচরাচর সেই সময়ে শিবপ্রসাদ-নন্দিতার কোনও ছবি প্রেক্ষাগৃহে আসে না। তবে এই ছবিটির হাত ধরেই নিজেদের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন তাঁরা। চিরাচরিত ছক ভেঙে দর্শকদের অন্য স্বাদের ছবি উপহার দিতে চাইছেন পরিচালকদ্বয়। অতঃপর থ্রিলারে মনোযোগ।
advertisement
নিজেদের নতুন ছবি নিয়ে আশাবাদী মিমি এবং আবীর। তবে ছবির নাম এখনও ফাঁস করেননি তাঁরা। প্রস্তুতি পর্বেই দর্শকদের 'ওয়ার্ল্ড ক্লাস' ছবি উপহার দেওয়ার কথা বললেন অভিনেত্রী।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abir Chatterjee-Mimi Chakraborty: পর্দায় মিমি-আবীরের জুটি! 'ওয়ার্ল্ড ক্লাস জিনিস' উপহার দেওয়ার কথা বললেন অভিনেত্রী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement