হাতজোড় করে আবদার বিগবস প্রতিযোগীর, গায়কের আবদারে শোরগোল নেটমহলে
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
মিষ্টি এই গায়কের আবদারে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷
#মুম্বই: বিগবস ১৬ ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে শো - এর আরেকটি প্রোমো। প্রোমোতে দেখা গিয়েছে এক মিষ্টি গায়ককে। খুদে শিল্পী হিসেবে বিপুল জনপ্রিয় এই গায়ক। মিষ্টি এই গায়কের আবদারে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিগবস ১৬ এর একটি প্রোমো ৷ শো-এর প্রোমোতে দেখা গিয়েছে তাজিকিস্তানের জনপ্রিয় গায়ক আবদু রোজিককে ৷ ১৯ বছরের এই মিষ্টি গায়কের গান মন কেড়েছে বহু মানুষের ৷ আবদুকে প্রোমোতে দেখে উৎসাহের ঝড় উঠেছে নেটপাড়ায় ৷
advertisement
advertisement
প্রোমোতে এক মিষ্টি আবদার নিয়ে হাজির হয়েছেন আবদুর ৷ প্রোমোতে আবদুরকে হাত জোর করে বিগবসের কাছে অনুরোধ করতে দেখা গিয়েছে ৷ মিষ্টি এই গায়ক বিগবসের কাছে জিম করার আর্জি রেখেছেন ৷ বলেছেন কিছু ওয়েট দিতে যাতে সে সকালবেলায় একটু জিম করতে পারে ৷
advertisement
এই মিষ্টি আর্জি নজর কেড়েছে নেটিজেনদের ৷ অনেকেই দাবি করেছেন বিগবস ১৬ এর সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগী হলে আবদু ৷ বিগবসের এই প্রোমোতে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন প্রতিযোগী শিল্পা সিন্দে ও রাখী সাওয়ান্ত ৷ বিগবসের গৃহে নিজেকে ছোটা ভাইজান বলে দাবি করেছেন আবদু ৷ অনেকেই তার উচ্চতার কারণে তাকে শিশু বলে ভুল করে কিন্তু ১৯ বছরের আবদু তার কন্ঠ ও মিষ্টতার জন্য অনেক আগে থেকেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
প্রোমোতে আবদুর সঙ্গে পরিচালক সাজিদ খানকেও দেখা গিয়েছে ৷ এই মিষ্টি প্রোমো দেখে উৎসাহীত হয়েছেন আবদুর প্রেমীরা ৷ বিগবস ১৬-এ অংশগ্রহণ করেছেন সাজিদ খান , টিনা দত্ত, অঙ্কিত গুপ্ত , মায়া সিং-সহ ১ ৫জন জনপ্রিয় প্রতিযোগী ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2022 11:47 AM IST