হাতজোড় করে আবদার বিগবস প্রতিযোগীর, গায়কের আবদারে শোরগোল নেটমহলে

Last Updated:

মিষ্টি এই গায়কের আবদারে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷

#মুম্বই: বিগবস ১৬ ইতিমধ্যেই মন কেড়েছে নেটিজেনদের। তার মধ্যেই প্রকাশ্যে এসেছে শো - এর আরেকটি প্রোমো। প্রোমোতে দেখা গিয়েছে এক মিষ্টি গায়ককে। খুদে শিল্পী হিসেবে বিপুল জনপ্রিয় এই গায়ক। মিষ্টি এই গায়কের আবদারে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায় ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিগবস ১৬ এর একটি প্রোমো ৷ শো-এর প্রোমোতে দেখা গিয়েছে তাজিকিস্তানের জনপ্রিয় গায়ক আবদু রোজিককে ৷ ১৯ বছরের এই মিষ্টি গায়কের গান মন কেড়েছে বহু মানুষের ৷ আবদুকে প্রোমোতে দেখে উৎসাহের ঝড় উঠেছে  নেটপাড়ায় ৷
View this post on Instagram

A post shared by ColorsTV (@colorstv)

advertisement
advertisement
প্রোমোতে এক মিষ্টি আবদার নিয়ে হাজির হয়েছেন আবদুর ৷ প্রোমোতে আবদুরকে  হাত জোর করে বিগবসের কাছে অনুরোধ করতে দেখা গিয়েছে ৷ মিষ্টি এই গায়ক বিগবসের কাছে জিম করার আর্জি রেখেছেন ৷ বলেছেন কিছু ওয়েট দিতে যাতে সে সকালবেলায় একটু জিম করতে পারে ৷
advertisement
এই মিষ্টি আর্জি নজর কেড়েছে নেটিজেনদের ৷ অনেকেই দাবি করেছেন  বিগবস ১৬ এর সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগী হলে আবদু ৷  বিগবসের এই প্রোমোতে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন প্রতিযোগী শিল্পা সিন্দে ও রাখী সাওয়ান্ত ৷ বিগবসের গৃহে নিজেকে ছোটা ভাইজান বলে দাবি করেছেন আবদু ৷ অনেকেই তার উচ্চতার কারণে তাকে শিশু বলে ভুল করে কিন্তু ১৯ বছরের আবদু তার কন্ঠ ও মিষ্টতার জন্য অনেক আগে থেকেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
প্রোমোতে আবদুর সঙ্গে  পরিচালক সাজিদ খানকেও দেখা গিয়েছে ৷ এই মিষ্টি প্রোমো দেখে উৎসাহীত হয়েছেন আবদুর প্রেমীরা ৷ বিগবস ১৬-এ অংশগ্রহণ করেছেন  সাজিদ খান , টিনা দত্ত,  অঙ্কিত গুপ্ত , মায়া সিং-সহ ১ ৫জন জনপ্রিয় প্রতিযোগী ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
হাতজোড় করে আবদার বিগবস প্রতিযোগীর, গায়কের আবদারে শোরগোল নেটমহলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement