Aastha Khanna: সঙ্গে থাকে সিলিকন ও স্ট্র্যাপলেস অন্তর্বাস, আদর-সহ যেকোনও ঘনিষ্ঠ দৃশ্যে এই তরুণীতেই আস্থা

Last Updated:

‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’ (Intimacy Coordinator) বা ঘনিষ্ঠতা তত্ত্বাবধায়কদের কাজ, অন্তরঙ্গ দৃশ্য বা শয্যামুহূর্ত যাতে ঠিকমতো ক্যামেরাবন্দি হয় , সেটা দেখা ৷

মুম্বই : শ্যারন স্টোন, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে হালআমলের নার্গিস ফকরি ৷ সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তি নিয়ে বিভিন্ন সময়ে মুখ খুলেছেন অনেক নায়িকাই ৷ সমস্যা এড়াতে হলিউডে বেশ কিছু বছর ধরে কর্মরত ‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’ (Intimacy Coordinator) বা ঘনিষ্ঠতা তত্ত্বাবধায়করা ৷ তাঁদের কাজ, অন্তরঙ্গ দৃশ্য বা শয্যামুহূর্ত যাতে ঠিকমতো ক্যামেরাবন্দি হয় ৷ এই দৃশ্যগুলি যাতে পরবর্তীতে নায়িকার উষ্মার কারণ না হয়, সেদিকেও খেয়াল রাখেন ইউনিটে এই কর্মীরা ৷
কিন্তু ভারতের ছবির ইউনিটে এই ধরনের কাজ এখনও অনেকটাই অচেনা ৷ এই ধরনে কাজ নিয়ে জানতেন না আস্থা খন্নাও (Aastha Khanna) ৷ একাধিক হিন্দি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করার পর আস্থা গুগল থেকে জানতে পারেন হলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন ‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’-রা ৷ এর পর তিনি এই সংক্রান্ত একটি কোর্সও করেন ৷ এখন তিনি নিজে বলিউডের ‘ঘনিষ্ঠতা তত্ত্বাবধায়ক’ ৷ কাজ করার পাশাপাশি শেখাচ্ছেন বাকিদেরও ৷ ইন্ডাস্ট্রিতে ‘মি টু’ আন্দোলনের পর তাঁদের কাজের চাহিদা বেড়েছে কয়েক গুণ ৷ আস্থা জানিয়েছেন, ‘ইন্টিমেসি কোঅর্ডিনেটর’ হতে গেলে মনস্তত্ত্ব, আইন ও ছবি করানোর বিভিন্ন বিষয়ের উপর ভাল দখল থাকতে হবে ৷ তাঁদের কাজের অন্যতম অংশ হল প্রযোজনা সংস্থাকে ঘনিষ্ঠ দৃশ্য সংক্রান্ত আইনি জটিলতার হাত থেকে রক্ষা করা ৷ পাশাপাশি, সুসম্পর্ক বজায় রাখতে হয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও ৷ যাতে তাঁরা সমস্যার কথা মন খুলে বলতে পারেন ৷ ছবিতে রূপান্তরকামী শিল্পীরা থাকলে ইন্টিমেট কোঅর্ডিনেট-দের ভূমিকা আরও বেশি গুরুত্বপূর্ণ ৷ মনে করেন আস্থা ৷
advertisement
শ্যুটিংয়ের সময় আস্থার কাছে মজুত থাকে বিশেষ টুলবক্স ৷ যেখানে গুছিয়ে রাখা থাকে বিশেষ কুশন, পাইলেটস বল-এর মতো বেশ কিছু উপকরণ ৷ ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুটিয়ের সময় প্রয়োজনমতো এগুলি ব্যবহার করা হয় ৷ অভিজ্ঞতা থেকে এখন নিজেই জিনিস বানিয়ে নেন আস্থা ৷ সিকোয়েন্স বুঝে শ্যুটিংয়ের মুহূর্তেও তৈরি করে নিতে হয় অনেক পরিবর্তন ৷ এ ছাড়াও আস্থা তাঁর সঙ্গে সবসময় রাখেন ডিয়োডোরান্ট, ব্রেথ ফ্রেশনার, সিলিকন অন্তর্বাস, স্ট্র্যাপলেস অন্তর্বাসের মতো অতিপ্রয়োজনীয় জিনিস ৷ থাকে ত্বকের রঙের টেপও ৷ যাতে দরকারে হাতের কাছে সবকিছুই পাওয়া যায় ৷
advertisement
advertisement
তবে ঘনিষ্ঠ দৃশ্য মানেই কিন্তু সবসময় শয্যাদৃশ্য বা যৌনদৃশ্য নয় ৷ সন্তান ভূমিষ্ঠ হওয়ার দৃশ্যও পড়ে আস্থাদের কাজের আওতায় ৷ এছাড়াও আইটেম ডান্সের সময় পোশাক নিয়ে নায়িকাদের আপত্তি থাকলে ডাক পড়ে ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের ৷ অন্যান্য যে কোনও দৃশ্যে কুশীলবরা কাছাকাছি এলেই সতর্ক থাকতে হয় আস্থার মতো ইউনিট সদস্যকে ৷ বিশেষ করে শিশুশিল্পী অভিনয় করলে তার বিশেষ খেয়াল রাখতে হয় ৷
advertisement
যত দিন যাচ্ছে ভারতেও ইন্টিমেসি কোঅর্ডিনেটরদের চাহিদা ও প্রয়োজনীয়তা বাড়ছে৷ এই মুহূর্তে দেশে শংসাপত্রপ্রাপ্ত ‘ঘনিষ্ঠতা তত্ত্বাবধায়ক’ একমাত্র আস্থা ৷ কাজের পাশাপাশি তিনি ব্যস্ত প্রশিক্ষণেও ৷ তরুণী চান, অভিনেতা ও কুশীলব, দু’ পক্ষের কাজের সুবিধের জন্যই ইন্টিমেট কোঅর্ডিনেটরদের পরিচিত আরও বিস্তৃত হওয়া প্রয়োজন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aastha Khanna: সঙ্গে থাকে সিলিকন ও স্ট্র্যাপলেস অন্তর্বাস, আদর-সহ যেকোনও ঘনিষ্ঠ দৃশ্যে এই তরুণীতেই আস্থা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement