Aashiqui 3 Kartik Aaryan: ডুয়ার্সের ওদলাবাড়িতে ঘুরে বেড়াচ্ছেন কার্তিক আরিয়ান, সঙ্গে কোন মহিলা? দেখুন এক্সক্লুসিভ ছবি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Aashiqui 3 Kartik Aaryan: শ্য়ুটিং করতে এসেছেন কার্তিক আরিয়ান ও অভিনেত্রী শ্রীলীলা। তাঁদের দেখতে উপচে পড়েছে ভিড়।
মালবাজার: বাংলা ছবির প্রিয় শ্যুটিং স্পট উত্তরবঙ্গ। বলিউডেরও বহু ছবির শ্যুটিং হয়েছে ডুয়ার্সে। এবার সেই তালিকায় ঢুকে পড়ল বাঙালি পরিচালক অনুরাগ বসুর আসন্ন ‘আশিকি ৩’ ছবিও।
ডুয়ার্সের মালবাজার মহাকুমার ওদলাবাড়ি লিস নদীতে চলছে আশিকি -৩ ছবির শ্য়ুটিং। উৎসাহী ডুয়ার্সবাসী, ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছেন লিস নদীতে আশিকি ৩-র শ্য়ুটিং।
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে শ্রেয়ার ‘বাজি’ বাঙালি মানসী, কোথায় বাড়ি-কোথায় পড়াশোনা? বিজয় কি সময়ের অপেক্ষা?
শ্য়ুটিং করতে এসেছেন কার্তিক আরিয়ান ও অভিনেত্রী শ্রীলীলা। তাঁদের দেখতে উপচে পড়েছে ভিড়। বলিউডের প্রখ্যাত চিত্রপরিচালক অনুরাগ বসুর পরিচালিত আশিকি ৩ শ্য়ুটিং চলছে লিস নদীতে। শ্য়ুটিংয়ের নায়ক কার্তিক আরিয়ান এবং পুষ্পা ২ থেকে জনপ্রিয় হয়ে ওঠা দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা।
advertisement
advertisement


আরও পড়ুন: দেশের সেরা ৫ ইঞ্জিনিয়ারিং কলেজ, পাশ করলেই কোটি টাকার প্যাকেজে চাকরি! টপাররা দেখে রাখুন
কয়েক দিন ধরেই ডুয়ার্সের বিভিন্ন জায়গায় অনুরাগের নতুন ছবির শ্য়ুটিং চলছে। চোখের সামনে শ্রীলীলাকে দেখে সেলফি তুলতে ভিড় জমিয়েছেন ভক্তরা। আর তাঁদের সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিগত দিনে বহু বাংলা ছবির শ্য়ুটিং হয়েছে উত্তরবঙ্গ ও ডুয়ার্সজুড়ে। ডুয়ার্সের এই প্রান্তে হিন্দি ছবির শ্য়ুটিং দেখে খুবই উৎসাহী এখানকার মানুষ।
advertisement
রকি চৌধূরী
Location :
Kolkata,West Bengal
First Published :
March 26, 2025 3:11 PM IST