Aaradhya Bachchan Birthday: আরাধ্যার জন্মদিনে বিশেষ আবেগঘন পোস্ট অভিষেক-ঐশ্বর্যর; রাজকন্যার ছবি ভাইরাল
- Published by:Raima Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Aaradhya Bachchan Birthday: ইনস্টাগ্রামে আরাধ্যার ছোটবেলার একটি ছবি পোস্ট করে নিজের মনের সমস্ত অনুভূতি যেন ঢেলে দিলেন ঐশ্বর্য-অভিষেক।
মুম্বই: বারো-য় পা দিল ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন। আর এই বিশেষ দিনে সন্তানের জন্য কলম ধরলেন মা- বাবা। ইনস্টাগ্রামে আরাধ্যার ছোটবেলার একটি ছবি পোস্ট করে নিজের মনের সমস্ত অনুভূতি যেন ঢেলে দিলেন ঐশ্বর্য-অভিষেক!
অভিনেত্রীর পোস্ট করা ছবিটিতে দেখা যাচ্ছে গোলাপি ফ্রকে মিষ্টি হাসিতে উজ্জ্বল ছোট্ট আরাধ্যার মুখ। আর মেয়েকে জড়িয়ে ধরে রয়েছেন মা। তাঁর মুখেও মিষ্টি হাসি। ক্যাপশনে ঐশ্বর্য লিখেছেন, “আমার মিষ্টি পরী আরাধ্যা, আমি তোমাকে শর্তহীন ভাবে সারা জীবনের জন্য এমনকী তার পরেও অপরিসীম ভালবাসা দিয়ে যাব। তুমি আমার জীবনের সত্যিকারের ভালবাসা… আমি তোমার জন্যই শ্বাস নিই… আমার আত্মা…. শুভ শুভ শুভ ১২-তম জন্মদিন। ঈশ্বরের আশীর্বাদ যেন সব সময় তোমার সঙ্গে থাকে! নিজের মতো হওয়ার জন্য তোমায় অনেক ধন্যবাদ… মহার্ঘ্য ভালবাসা… আমি তোমায় সবথেকে বেশি ভালবাসি। তুমিও আমার কাছে সেরার সেরা।”
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন
একমাত্র সন্তানকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি বাবাও। অভিষেক বচ্চনও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আরাধ্যার ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বাবার কোলে বসে তাঁর দিকে অবাক হয়ে চেয়ে রয়েছে ছোট্ট আরাধ্যা। আর বাবাও গভীর ভালবাসায় চেয়ে রয়েছেন মেয়ের দিকে। সাদা গাউনে মিষ্টি দেখাচ্ছে আরাধ্যাকে। অভিষেক ক্যাপশনে লিখেছেন, “আমার ছোট্ট রাজকন্যাকে শুভ জন্মদিন! আমি তোমায় সবথেকে বেশি ভালবাসি।” ছবিটি পোস্ট হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সেটি লাইক করেন অভিনেতার দিদি শ্বেতা বচ্চন নন্দা। এমনকী ছবির কমেন্ট বাক্সে দুটি লাল রঙের হার্ট ইমোজিও পোস্ট করেছেন তিনি। এর পাশাপাশি বহু তারকাও আরাধ্যাকে শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ খাবার কী জানেন? রিপোর্টে দাবি, সেটি রয়েছে প্রত্যেক ভারতীয়ের রান্নাঘরে
প্রসঙ্গত, ২০০৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিষেক এবং ঐশ্বর্য। ২০১১ সালে এই তারকা-দম্পতির কোল আলো করে আসে তাঁদের ফুটফুটে কন্যাসন্তান আরাধ্যা। তবে বি-টাউনের অন্দরে কান পাতলে ফিসফাস শোনা যাচ্ছে যে, ঐশ্বর্য আর অভিষেকের মধ্যে সব কিছু ঠিক নেই। কারণ স্ত্রীর জন্মদিনে কোনও রকমে পোস্ট করে দায় সেরেছিলেন অমিতাভ-পুত্র। এমনকী মা আর কন্যাকে নিয়েই জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছে ঐশ্বর্যকে। অভিষেক এমনকী বচ্চন পরিবারের কাউকেই ঐশ্বর্যর জন্মদিনের উদযাপনে দেখা যায়নি। এখানেই শেষ নয়, বচ্চনদের দীপাবলি উদযাপনেও অংশগ্রহণ করেননি পরিবারের বধূ। ওই দিনই আরাধ্যাকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের বাইরে গিয়েছিলেন রাইসুন্দরী। আর এই সব ঘটনাই আরও বেশি করে সেই জল্পনা উস্কে দিচ্ছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 1:37 PM IST